Arshad Warsi

আবার আসছে ‘মুন্নাভাই’? আরশাদের দাবি, ‘হতেই পারে তবে...’

কী বললেন ২ অভিনেতা? সবার আগে মুখ খুলেছেন আরশাদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২১ ২২:০০
Share:

আরশাদ ওয়ারসি।

‘মুন্নাভাই এম.বি.বি.এস’, ‘লগে রহো মু্ন্নাভাই’ সুপারহিট। এমন জনপ্রিয় ছবি আর ফিরবে না? সম্প্রতি এই প্রশ্নের মুখোমুখি হলেন ছবির অন্যতম ২ অভিনেতা বোমান ইরানি, আরশাদ ওয়ারসি। ওয়েব সিরিজ ‘লোল’-এর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। তখনই তাঁদের এই প্রশ্ন করে বলিউড সংবাদমাধ্যম।

কী বললেন ২ অভিনেতা? সবার আগে মুখ খুলেছেন আরশাদ। তাঁর কথায়, ‘‘প্রযোজক, অভিনেতা, দর্শক সবাই চাইছেন ‘মুন্নাভাই ৩’ পরিচালনায় হাত রাখুন রাজু হিরানি। শুধু পরিচালকই চাইছেন না। তাই হয়েও হচ্ছে না।’’ একই কথা বোমানের মুখেও। তাঁর দাবি, ‘‘রাজু অমনোযোগী ভাবেও যদি কোনও ছবি করেন তা হলেও সেটা সুপারহিট হবে। কিন্তু সেটা করতেও আপাতত রাজি নন রাজু। তাই এখন ই ‘মুন্নাভাই’ নিয়ে কিছুই ভাবছেন না। বলছেনও না।’’

২০০৩-এ মুক্তি পায় ‘মুন্নাভাই এম.বি.বি.এস’। ২০০৬-এ আসে ‘লগে রহো মুন্নাভাই’। এই দু’টি ছবির জেরে সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি জুটি সুপারহিট। সমালোচকদের বাড়তি প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন বোমান ইরানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement