চুক্তিভঙ্গ, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে স্বপ্নার বিরুদ্ধে।
হরিয়ানার নৃত্যশিল্পী তথা গায়িকা স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানে নাচগান করার কথা ছিল স্বপ্নার। আগাম পারিশ্রমিকও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তিনি দেখা দেননি সে দিন। অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতেও অনিচ্ছা প্রকাশ করেন।
২০১৮ সালের ১৩ অক্টোবর, সেই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছিলেন আয়োজকরা। সেই মামলা আদালতে গড়ায়। মঙ্গলবার অভিযুক্ত নর্তকীকে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠাল লখনউয়ের এসিজেএম আদালত।
২০১৮ সালের ১৩ অক্টোবর, সেই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছিলেন আয়োজকরা। সেই মামলা আদালতে গড়ায়। মঙ্গলবার অভিযুক্ত নর্তকীকে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠাল লখনউয়ের এসিজেএম আদালত।
জানা গিয়েছে, স্বপ্নার বিরুদ্ধে এটিই এক মাত্র প্রতারণার অভিযোগ নয়। ২০২১ সালে দিল্লি পুলিশের অপরাধ শাখায় স্বপ্নার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ নথিভুক্ত হয়। বহু ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে বলে খবর।
তা ছাড়া চুক্তিতে গিয়েও কথা রাখেননি নর্তকী। যেখানে স্পষ্ট লেখা ছিল, মাঝপথে চুক্তিভঙ্গ করা চলবে না সেখানেও তিনি অনুষ্ঠানের দিন উপস্থিত হননি। সেই চুক্তিভঙ্গের অভিযোগেই পুলিশের খাতায় নাম উঠেছিল স্বপ্নার। এ বার তাঁকে আদালতে যেতে হবে, সমন জারি করা হল।