Arjun Rampal

লকডাউনে বান্ধবী গ্যাব্রিয়েলার সঙ্গে আটক অর্জুন রামপাল

বান্ধবী শুয়ে আছেন কাউচে, আরাম করছেন। সুইমিং পুল, জিম থেকে বোর্ড গেম, সব কিছুর ব্যবস্থা আছে বাড়িতে। আছে পোষ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১৮:৫৯
Share:

বান্ধবী গ্যাব্রিয়েলা ও আরিকের সঙ্গে অর্জুন রামপাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

শুটিংয়ের জন্য করজত-এ গিয়েছিলেন অর্জুন রামপাল। সেখানে গ্যাব্রিয়েলা এবং অরিককেও নিয়ে যান অর্জুন। মুম্বই থেকে মাত্র কয়েক ঘণ্টার রাস্তায় এই করজত-এ অর্জুনের বাড়ি আছে। শুট চলাকালীনই লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে মহারাষ্ট্রের ওই ছোট্ট শহর করজতেই থেকে যাওয়ার পরিকল্পনা করেন অর্জুন রামপাল, গ্যাব্রিয়েলা।

Advertisement

অর্জুন জানান, করজত-এ কোনও কোভিড পজিটিভ নেই। তাঁর ছেলে অরিকও খুব ছোট। এই অবস্থায় মুম্বইয়ে অ্যাপার্টমেন্টে বদ্ধ না থেকে প্রকৃতির মাঝে পরিবার-সহ দিন কাটাতে পারছেন বলে অর্জুনও খুশি।

সম্প্রতি অর্জুন সোশ্যাল মিডিয়ায় করজতের বাড়ির ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর বান্ধবী শুয়ে আছেন কাউচে, আরাম করছেন। সুইমিং পুল, জিম থেকে বোর্ড গেম, সব কিছুর ব্যবস্থা আছে বাড়িতে। আছে পোষ্য। সব মিলিয়ে লকডাউনে পারিবারিক জীবন কাটাচ্ছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

Advertisement

আরও পড়ুন: ট্রুডোর চুল ঠিক করার স্টাইল দেখে প্রেমে পড়লেন নেটাগরিকরা

আরও পড়ুন: করোনা-যুদ্ধে প্রান্তিক মানুষ কী ভাবে বেঁচে থাকবে? প্রশ্ন তরুণ মজুমদারের

দেখুন সেই পোস্ট:

Hanging in there. #selfisolation #stayathome

A post shared by Arjun (@rampal72) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement