Boney Kapoor

বনির ছবিতে নায়ক অর্জুন? ‘বাবা-ই ঘোষণা করবেন’... রহস্য জিইয়ে রাখলেন অভিনেতা

অর্জুনের কথায়, বনি ইতিমধ্যেই পরিচালক প্রদীপ রঙ্গনাথনের ২০১৯-এর তামিল কমেডি ‘কোমালি’র হিন্দি রিমেকের স্বত্ত্ব কিনেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ২২:৩৩
Share:

বনি কপূর এবং অর্জুন কপূর।

তাঁর মুঠো ভর্তি কাজ। দম ফেলার ফুরসত নেই অর্জুন কপূরের। ‘সর্দার কা গ্র্যান্ড সন’, ‘ভূত পুলিশ’-এর শ্যুট চলছে। সে সব মিটলেই এপ্রিলে শুরু হবে ‘এক ভিলেন রিটার্নস’-এর শ্যুটিং। তার মধ্যেই বড় খবর, বনি কপূরের ছবিতে নায়ক হচ্ছেন তাঁর ছেলে অর্জুন কপূর। খবর সত্যি? অভিনেতার কাছেই জানতে চেয়েছিল বলিউডের সাংবাদিকমহল। কী বললেন অর্জুন? স্বীকার-অস্বীকার কোনওটাই করেননি তিনি। বরং পুরোটাই ঠেলে দিয়েছেন প্রযোজক বাবার দিকে।

অর্জুন জানালেন, বনি ইতিমধ্যেই পরিচালক প্রদীপ রঙ্গনাথনের ২০১৯-এর তামিল ছবি ‘কোমালি’ হিন্দিতে বানানোর স্বত্ত্ব কিনেছেন। কবে সেই কাজ শুরু করবেন? জানেন না তিনি। তবে তাঁর অভিজ্ঞতা বলছে, এই ছবিতে হয়তো মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকেই। পাশাপাশি এও বলেছেন, "দক্ষিণী ছবির দুনিয়ায় বাবার পরিচিতি অনেক কালের। সেই সূত্রে তামিল, তেলুগু, মালায়লম, কন্নড় ভাষার বহু জনপ্রিয় ছবির স্বত্ত্ব কিনে রেখেছেন তিনি। কোনটায় আগে হাত দেবেন কোনটায় পরে, সেটা বাবাই ভাল বলতে পারবেন। তাই বাবার মুখ থেকে ঘোষণা হওয়াই ভাল।" ইঙ্গিত দিয়েছেন, বছরের মাঝামাঝি বনি কিছু জানালেও জানাতে পারেন।

নিজের কাজ নিয়ে অর্জুন যদিও কোনও রাখঢাক করেননি, "এক ভিলেন রিটার্নস শেষ করে পরের ছবির কথা ভাবব।" ইতিমধ্যেই অর্জুনের হাতে চিত্রনাট্যের লম্বা লাইন রয়েছে। পরিচালকেরা নাকি হত্যে দিয়ে পড়ে আছেন তাঁর কাছে। সেগুলো না দেখে রিমেকে মন দিতে রাজি নন অভিনেতা। কারণ? রিমেক মানেই তো নতুন ভাষায় আবার তাকে নতুন করে লিখে, অভিনেতা বেছে তবে শ্যুট শুরু করা। অর্জুন তো ততদিন চুপ করে থাকতে পারেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement