Ananya Pandey

নেটমাধ্যমে ভুল করে অনন্যার ফোন নম্বর প্রকাশ করে দিয়েছিলেন তাঁর বোন

দিন কয়েক আগেই ১৭-তে পা রেখেছেন রাইসা। বোনের জন্য একটি পার্টিরও বন্দোবস্ত করেছিলেন অনন্যা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ২১:৫৪
Share:

রাইসা এবং অনন্যা।

অবিরত ট্রোলিং হোক বা ব্যক্তিজীবনে প্রেমের গল্প, অনন্যা পাণ্ডে বরাবরই শিরোনামে। কিন্তু জানেন কি বলিউডের এই তারকা সন্তানের ফোন নম্বর ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে?

Advertisement

এই কাণ্ডটি ঘটিয়েছিলেন অনন্যার ছোট বোন রাইসা পাণ্ডে। না বুঝেই দিদির ফোন নম্বর নেটমাধ্যমে প্রকাশ করে দিয়েছিলেন তিনি। এমনকী বেশ কিছু উড়ো ফোনও আসে অনন্যার কাছে। তবে তখনও রাইসার এই কাণ্ডের কথা জানেন না অনন্যা। অনন্যা এবং রাইসার তুতো বোন আলানা পাণ্ডে মুম্বই আসার রহস্য উদ্ঘাটন হয়। পেশায় ‘ইনফ্লুয়েন্সার’ আলানা আমেরিকা থেকে মুম্বই এসে নিজের ভ্লগ তৈরি করার সময় জানিয়েছিলেন, রাইসা ভবিষ্যতে পরিচালক হতে চান এবং ইউটিউবে একটি সংক্ষিপ্ত ভিডিয়ো তৈরি করার সময় ভুলবশত অনন্যার ফোন নম্বর প্রকাশ করে ফেলেন নেটমাধ্যমে।

দিন কয়েক আগেই ১৭-তে পা রেখেছেন রাইসা। বোনের জন্য একটি পার্টিরও বন্দোবস্ত করেছিলেন অনন্যা। ‘বার্থ ডে গার্ল’-এর সঙ্গে বেশ কিছু ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি।

Advertisement

২০১৯ সালে বলিউডে পা রেখেছেন অনন্যা। ইতিমধ্যেই ৩টি ছবিতে অভিনয় করেছেন চাঙ্কি-কন্যা। এর পরে দীপিকা পাড়ুকোণ এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে একটি ছবিতেও দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement