এ বছরের পুজোর প্রথম বাতাস খেলে গেল কলকাতার অভিজাত আবাসন, আর্বানাতে। ঢাকের তাল, কাসরের ধ্বনি, ধুনোর গন্ধ আর মন্ত্রোচ্চারণ— সব মিলিয়ে ভরপুর আবাসন। শরতের আকাশও তার দায়িত্ব পালন করেছে। পেঁজা তুলোর মতো মেঘের ফাঁক দিয়ে চড়া রোদের ঝিকিমিকি। আর্বানার চার নম্বর টাওয়ার জমজমাট। মহিলা-পুরুষ, শিশুরা সেজেগুজে ছবি তুলছেন। কোভিড-বিধি মেনে পুরোহিত পুজো করছেন। খুঁটি বাঁধার জন্য এগিয়ে গেলেন আবাসিকরা। এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা টলিউডের পরিচালক অরিন্দম শীল। সাদা পাজামা, পাঞ্জাবি পরে সকলের সঙ্গে আড্ডায় মেতেছেন। কাউকে নিরাশ করছেন না অরিন্দম। কখনও তিনি প্রতিবেশীদের সঙ্গে ছবি তুলছেন, কখনও আবার চিত্রগ্রাহকের ভূমিকা গ্রহণ করছেন। সকলের জন্য জলখাবারের বন্দোবস্ত করা হয়েছিল। সঙ্গে ছিল চা এবং ঠাণ্ডা সরবৎ।