Arijit Singh

ভারত-পাকিস্তান ম্যাচে আমদাবাদের মাঠে সৌরভকে হাজির করালেন অরিজিৎ!

ভারত-পাকিস্তান ম্যাচে অরিজিতের কাণ্ড যেন উস্কে দিল সৌরভের স্মৃতি!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৩:২৫
Share:

(বাঁ দিকে) সৌরভ গঙ্গোপাধ্যায় (ডান দিকে) অরিজিৎ সিংহ। ছবি: সংগৃহীত।

২০০২, ১৩ জুলাই। লর্ডসে ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয়। আর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি খুলে ওড়ানো। এই দৃশ্য যেন ভারতবাসীর মনে এখনও টাটকা। বলা যেতে পারে এই ঘটনা তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের যেন সিগনেচার হয়ে যায়। এ বার ওই একই কীর্তি করলেন অরিজিৎ সিংহ।

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ দেখছিলেন গায়ক, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শুধু যে খেলা দেখতে গিয়েছিলেন তেমনটা নয়। ম্যাচ শুরুর আগে পারফর্ম করেন অরিজিৎ-সহ অন্য শিল্পীরা। গান গওয়ার সময় ঠিক যতটা উত্তেজিত ছিলেন গায়ক, দর্শকাসনে বসে খেলা দেখার সময়ও ততটাই উত্তেজিত ছিলেন অরিজিৎ। পাকিস্তান অধিনায়ক বাবর আজ়ম আউট হতে উল্লাসে ফেটে পড়েন অরিজিৎ। হাতে থাকা ভারতের জার্সি ওড়াতে শুরু করেন। সামনেই দাঁড়িয়ে ছিলেন গায়কের স্ত্রী কোয়েল রায়। তাঁর চোখে মুখেও সেই একই উচ্ছ্বাস। অরিজিতের এমন কীর্তি নিমেষে ক্যামেরাবন্দি হয়। খানিক দাদার মতো ‘দাদাগিরি’ করতে দেখা গেল অরিজিৎকে।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অরিজিতের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

এই বিশ্বকাপের ম্যাচে এক নয়া লুকেও দেখা গেল অরিজিৎকে। গত কয়েক বছর ধরেই প্রায় সব অনুষ্ঠানেই তাঁকে দেখা গিয়েছে পাগড়ি বেঁধে। পোশাকের তেমন কোনও আতিশয্য ছাড়াই। তবে বিশ্বকাপের এই অনুষ্ঠানে শিমারি জ্যাকেট, ডেনিম পরেই দেখা গেল গায়ককে। হাতে সেই গিটার। গাইলেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির ‘তুম ক্যায় মিলে’ গান, ‘জওয়ান’ ছবির ‘চাল্লেয়া’। এ ছাড়াও গাইলেন ‘জিতেগা জিতে গা ইন্ডিয়া জিতেগা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement