Amitabh Bachchan

অন্য কাজ কি আছে? প্রশ্ন বচ্চনের

করোনার কারণে টেলিভিশন ও ছবিতে কাজ করা যে শিল্পীদের বয়স ৬৫ বছর ও তার ঊর্ধ্বে, তাঁদের শুটিংয়ে নিষেধ আরোপ করেছিল মহারাষ্ট্র সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২০ ০০:০১
Share:

গত সপ্তাহেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিনিয়র বচ্চন।

কাজের খিদে কী, তা বোধহয় নিজের কেরিয়ারে পদে পদে প্রমাণ করেছেন অমিতাভ বচ্চন। অভিনেতা শুটিংয়ে ফেরার জন্য ব্যাকুল। তবে বাদ সেধেছে করোনা এবং তা সংক্রান্ত বিধিনিষেধ। গত সপ্তাহেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিনিয়র বচ্চন। থেমে নেই তাঁর ব্লগ লেখা, ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখা।

Advertisement

করোনার কারণে টেলিভিশন ও ছবিতে কাজ করা যে শিল্পীদের বয়স ৬৫ বছর ও তার ঊর্ধ্বে, তাঁদের শুটিংয়ে নিষেধ আরোপ করেছিল মহারাষ্ট্র সরকার। তবে গত শুক্রবার বম্বে হাইকোর্ট সেই নিষেধ ‘বৈষম্যমূলক’ বলে তা খারিজ করে দেয়। সেই প্রসঙ্গে ব্লগে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অমিতাভ। লিখেছেন, ‘‘আমার বয়স ৭৮। আর আমার পেশায় যে বিধিনিষেধ রয়েছে, তাতে ইন্ডাস্ট্রির সিনিয়র শিল্পীরা এখন ‘প্যাকারস’-এর দলে।’’

অমিতাভের যুক্তি, সিনিয়র শিল্পীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। কিন্তু আইন বলবৎ হতে খানিকটা সময় লাগে। সেই অন্তর্বর্তী সময়টুকুর জন্য অনুরাগীদের কাছে তাঁর প্রস্তাব, ‘‘আমার জন্য অন্য কোনও কাজ আছে নাকি?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement