Aparajita Apu

‘কী করিলে বল পাইব তোমারে’... দীপুকে চোখে হারাচ্ছে অপু?

জি বাংলার ‘অপরাজিতা অপু’র অপু যদিও বাস্তবে ভীষণ শান্ত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আদপে তিনি কম কথার মানুষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৩:৪০
Share:

শুরু অপু আর দীপুর রাগ-অনুরাগের পালা।

দীপুর সঙ্গে রোমান্স বোধ হয় জমেই গেল অপুর। দিদির বিয়ে উপলক্ষে তার হবু দেওরের মুখোমুখি সে। বাড়ি ভর্তি লোকের মধ্যেই শুরু অপু আর দীপুর রাগ-অনুরাগের পালা। কখনও খাবার দিতে গিয়ে বেসামাল অপু। কখনও মুঠোফোনের টাওয়ারের হদিশ দিতে দিদির দেওরকে নিয়ে ছাদের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পা হড়কে তারই আলিঙ্গনে!

আর এখন তো রীতিমতো চোখে হারাচ্ছে একে অন্যকে! না, দীপু এ কথা এখনও স্বীকার করেনি। তবে ‘অপু’ ওরফে সুস্মিতা দে সম্প্রতি একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় ভাল লাগা, ভালবাসা মিলেমিশে একাকার! ব্যাকগ্রাউন্ডে ঋষি পণ্ডার গাওয়া ‘মাঝে মাঝে তব দেখা পাই’। তারই সঙ্গে সুস্মিতার অনবদ্য অভিব্যক্তি গানে নতুন প্রাণ সঞ্চার করেছে।

অর্থাৎ, ছোট পর্দা আরও এক নতুন জুটি পেতে চলেছে।

Advertisement

A post shared by Susmita Dey (@susmitadey.official)

জি বাংলার ‘অপরাজিতা অপু’র অপু যদিও বাস্তবে ভীষণ শান্ত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আদপে তিনি কম কথার মানুষ। সাক্ষাৎকার থেকে সেট, সব জায়গাতেই তিনি খুব ভাল শ্রোতা। এ দিকে চিত্রনাট্যে ‘অপু’ একদম তাঁর বিপরীত। শহরতলির মেয়েটি ভয়ানক ডাকাবুকো। মধ্যবিত্ত মানসিকতার গণ্ডি পেরিয়ে পড়াশোনা শিখে বাবার পাশে দাঁড়াতে চায়। হাল ধরতে চায় সংসারের। ভয় পায় না কাউকেই, কোনও পরিস্থিতিকেও। তাই পণের জন্য দিদির শ্বশুরবাড়ি বিয়ে ভেঙে দিতে চাইলে সটান দ্বারস্থ হয় প্রশাসনের।

Advertisement

সুস্মিতার কথায়, এমন চরিত্র ফোটাতে প্রথমে বেগ পেলেও এখন তিনি অনেকটাই সড়গড়। কাজের সূত্রে ভাব হয়ে গিয়েছে ‘দীপু’ রোহন ভট্টাচার্যের সঙ্গেও।

আরও পড়ুন: আম্মার থেকে বেশি কেউ ভালবাসতে পারবে না তোমায়: তৈমুরের জন্মদিনে করিনা

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে অবশেষে বহুদিনের ইচ্ছা পূরণ করলেন গৌরব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement