অনুষ্কা
অতিমারি পরবর্তী সময়ে পূর্ণ উদ্যমে কাজে ফেরার ক্ষেত্রে আশাবাদী অনুষ্কা শর্মা। নায়িকার কথায়, আমাদের সকলকে এই পরিবর্তনকে গ্রহণ করে নিতে শিখতে হবে এবং তা মেনে নিয়েই কাজে ফিরতে হবে আগামী দিনে। অনুষ্কা বলেছেন, ‘‘আমাদের ইন্ডাস্ট্রি সব ধরনের সাবধানতা অবলম্বন করার ব্যাপারে বরাবরই অতি-সতর্ক। সেট-এ অভিনেতা, পরিচালক ছাড়াও প্রত্যেক কলাকুশলী, ক্রুয়ের সকল সদস্যের একে অন্যের খেয়াল রেখে নিরাপত্তাবিধি মেনে চলা উচিত এই সময়ে। কারণ, এর পরে সেটের পরিবেশ সম্পূর্ণ অন্য রকম হতে চলেছে। আমাদের সকলকেই সেই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’’
লকডাউনের সময়টা বাড়িতেই কাটিয়েছেন অনুষ্কা, নিজের খেয়ালে। কখনও বিরাট কোহালির সঙ্গে হাত মিলিয়ে রান্নাবান্না, কখনও হাউজ়িং কমপ্লেক্সের লনে ক্রিকেট খেলা, আবার কখনও সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড ক্যাম্পেনিং— কাজ আর অবসর ভাগ করেই কেটেছে অনুষ্কার লকডাউন।
মাঝে মুক্তি পেয়েছে তাঁর প্রযোজনায় ‘পাতাল লোক’ কিংবা ‘বুলবুল’-এর মতো ওটিটি সিরিজ় ও ছবি, যা চর্চিত এবং প্রশংসিত। তবে তিনি নিজে কবে ফের বড় পর্দায় ফিরবেন স্বমহিমায়, তার অপেক্ষাতেই আপাতত দিন গুনছেন তাঁর ভক্তরা।