Anurag Kashyap

অনুরাগের নিজের প্রোডাকশন

গুড ব্যাড ফিল্মসের প্রযোজনায় তৈরি প্রথম ছবি ‘চোকড’ নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সপ্তাহেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০০:১৩
Share:

অনুরাগ কাশ্যপ।

বছর দুয়েক আগে প্রযোজনা সংস্থা ফ্যান্টমে ভেঙে যাওয়ার পরে হতাশ হয়েছিলেন অনেক দর্শক। ফ্যান্টমের অন্যতম সহ-প্রযোজক ছিলেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি তিনি নতুন করে গড়লেন নিজের প্রযোজনা সংস্থা। নাম দিয়েছেন গুড ব্যাড ফিল্মস। ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিয়ো করে অনুরাগ নিজের প্রযোজনা সংস্থা সম্পর্কে বিশদে জানিয়েছেন। লঞ্চ করেছেন গুড ব্যাড ফিল্মসের লোগোও। সংস্থায় অনুরাগের সঙ্গে রয়েছেন ধ্রুব জগসিয়া এবং অক্ষয় ঠক্কর। অনুরাগ পোস্টে মজা করে লিখেছেন, ‘‘এ বার কে ভাল আর কে মন্দ, সেটা আপনারাই বিবেচনা করবেন।’’

Advertisement

গুড ব্যাড ফিল্মসের প্রযোজনায় তৈরি প্রথম ছবি ‘চোকড’ নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সপ্তাহেই। এর আগে ফ্যান্টমের অন্যতম সদস্য বিকাশ বহেলের বিরুদ্ধে #মিটু কাণ্ডে অভিযোগ ওঠার পর ভেঙে গিয়েছিল সংস্থাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement