Anurag Kashyap

বলিউডে বিরক্ত! মুম্বই ছেড়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি দিচ্ছেন অনুরাগ কাশ্যপ

নতুন প্রজন্মের অভিনেতাদের এমন মগজ ধোলাই করা হচ্ছে তাঁরা অভিনয়ে দক্ষতার থেকে প্রচারের ছটায় বেশি আকৃষ্ট হচ্ছেন, এমনই মত পরিচালকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:০৮
Share:
Image of Anurag Kashyap

বলিউড নিয়ে কেন বিরক্ত অনুরাগ কাশ্যপ? ছবি: সংগৃহীত।

মায়ানগরীকে বিদায় জানাচ্ছেন অনুরাগ কাশ্যপ। বলিউডের প্রথম সারির পরিচালকদের মধ্যে যাঁর নাম উঠে, দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃত, তিনি হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন কেন? বলিউড নিয়ে তিনি বিরক্ত। সন্তোষজনক ভাবে কাজ করতে পারছেন না, এমনই দাবি অনুরাগ কাশ্যপের।

Advertisement

তাঁর মতে, বর্তমানে চলচ্চিত্রের মানোন্নয়ন অপেক্ষা ছবির বাণিজ্যিক দিকে বেশি মনোনিবেশ করা হয়। ছবির কাজ শুরুর আগে স্থির হয়ে যাচ্ছে কী ভাবে প্রচার করা হবে, লাভের অঙ্কের পরিমাণ কত হতে পারে ইত্যাদি। এই বিষয়টি নিয়েই তিনি হতাশ। অনুরাগ এমন জায়গায় ছবি বানাতে চান যেখানে উদ্দীপনা থাকবে। তাই তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পরিচালকের কথায়, “যে যে ছবি ইতিমধ্যে রয়েছে, সেগুলোর রিমেক বানানো হয়। এই মানসিকতাতেই আমার সমস্যা।” এ ছাড়াও নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে নেতিবাচক প্রবণতা তৈরি করছে ‘কাস্টিং এজেন্সি’। ভাল অভিনেতা হওয়ার প্রচেষ্টা নয়, বরং রাতারাতি তারকা হওয়ার পিছনে ছুটছেন তাঁরা। তাতে আখেরে কারও লাভ হচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছবি।

Advertisement

“অভিনয়ের ওয়ার্কশপে নয়, শুধুই জিমে পাঠানো হচ্ছে তাঁদের। আদ্যপান্ত গ্ল্যামারকে প্রাধান্য দেওয়া হচ্ছে”, বললেন অনুরাগ। তাঁদের এমন মগজ ধোলাই করা হচ্ছে তাঁরা অভিনয়ে দক্ষতা চেয়ে প্রচারের আলোয় বেশি আকৃষ্ট হচ্ছেন। ছবি নির্মাতাদের সঙ্গে অভিনেতাদের দূরত্ব তৈরি হচ্ছে এবং এর জন্য দায়ী এক মাত্র ‘কাস্টিং এজেন্সি’। নতুন প্রজন্মের অভিনেতাদের মাধ্যমে শুধুই অর্থ উপার্জন তাদের লক্ষ্য, নতুন অভিনেতা তৈরির দিকে তাদের নজর নেই, অভিযোগ অনুরাগের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement