বছরের সেরা পাঁচ জামাই। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
ধারাবাহিকেরধারাবাহিকতায় ঘাটতি দেখা গিয়েছে গত কয়েক মাসে। অল্প দিনেই মেয়াদ শেষ হচ্ছে ছোট পর্দার অধিকাংশ ধারাবাহিকের। কিন্তু বাঙালির বসার ঘরে দাপিয়ে বেড়াচ্ছে নির্দিষ্ট কিছু ধারাবাহিক। প্রায় সব ধারাবাহিকের কেন্দ্রেই রয়েছে সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। কিন্তু পিছিয়ে নেই নায়কের চরিত্রগুলিও। শুধুই মহিলাদেরই দশভুজা হওয়ার দায়? বর্তমানের ধারাবাহিকের নায়কদের বিচরণ রান্নাঘর থেকে বক্সিং গ্রাউন্ড পর্যন্ত। ২০২৪ সালে জনপ্রিয়তার নিরিখে ধারাবাহিকের ৫ পুরুষ চরিত্রকে বেছে নিল আনন্দবাজার অনলাইন।
পুরুষ রাঁধে এবং চুলও বাঁধে: এভি
‘কথা’ ধারাবাহিকে এক শেফের ভূমিকায় সাহেব ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।
‘যে রাঁধে, সে চুলও বাঁধে’, কে বলে এই প্রবাদ কেবলই মহিলাদের জন্য? ‘কথা’ ধারাবাহিকের এভি তথা অগ্নিভ কিন্তু এই প্রবাদ ভুল প্রমাণ করেছে। সে রন্ধনশিল্পে পটু। নায়ককে হেঁশেলে সচরাচর দেখে না বাঙালি দর্শক। এই ব্যতিক্রমী চরিত্র যথেষ্ট ভালবাসা পাচ্ছে। দীর্ঘ ১৫ বছর পর এভি হয়ে ধারাবাহিকে ফিরেছেন সাহেব ভট্টাচার্য। বিপরীতে ‘গোবরদেবী’ তথা কথা। অভিনয় করছেন সুস্মিতা ভট্টাচার্য। তাঁদের জুটিতেও মজেছেন অনুরাগীরা। ধারাবাহিকের শুরুতে নাকি কথাকে একেবারেই পছন্দ ছিল না এভির। কিন্তু ভাগ্যের ফেরে তাদের বিয়ে হয়। ধীরে ধীরে তৈরি হয় রসায়ন। বর্তমানে এভি ও কথার জুটি দর্শকের পছন্দের তালিকায় অন্যতম।
‘তেঁতুলপাতা’য় রাগী সুজন: ঋষি
সাত মাস বিরতির পর ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় ফিরেছেন গৌরব চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
ছোট পর্দায় তাঁকে রাগী পুরুষের চরিত্রে আগেও দেখেছে বাঙালি দর্শক। সাত মাসের বিরতি নিয়ে ছোট পর্দায় ফিরেছিলেন গৌরব চট্টোপাধ্যায়। ধারাবাহিকের নাম ‘তেঁতুলপাতা’। প্রেক্ষাপটে পশ্চিমা শিমুলপুরা গ্রাম। সেই গ্রামে ঢুকতেই এক বনেদি বাড়ি। গেট পেরোলে তুলসীমঞ্চ। দালান। রোদে শুকোচ্ছে বড়ি, লাল লঙ্কা, আচার। এমনই বাড়িতে বাস ঋষিদের। ঋষির চরিত্রেই অভিনয় করেছেন গৌরব। পেশায় উদ্যোগপতি। বেশ মেজাজি মানুষ। যদিও সেই রাগের প্রতিফলনে মিষ্টি ছোঁয়াও রয়েছে। অভিনেতাকে শক্ত চোয়ালের রাগী নায়কের চরিত্রে গ্রহণ করেছে দর্শক। গৌরব নাকি বাস্তবেও তেমনই! তাঁকে দেখলে নাকি মানুষ রাগীই ভাবেন। আর সেই ভাবমূর্তি ধরে রাখতেও পছন্দ করেন গৌরব।
সুপুরুষের পরকীয়া: অনিকেত
‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে রণজয় বিষ্ণুকে। ছবি: সংগৃহীত।
টলিপাড়ার নতুন প্রজন্মের হার্টথ্রব রণজয় বিষ্ণু। সমাজমাধ্যমে তাঁর শরীরচর্চা করা চেহারার ছবিতে মজেন অনুরাগীরা। তাই ছোটপর্দায় তাঁকে দেখা দর্শকের চোখের আরাম। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে তার চরিত্রের নাম অনিকেত। কেটারিং-এর ব্যবসা তার। ধারাবাহিকের শুরুতে অনিকেত ছিল একাকী। মানুষের সঙ্গে মিশলেও তার মনের মধ্যে বাসা করেছিল একাকিত্ব। তার পরেই তার জীবনে আসে শ্যামলী। সেই চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য। বিয়ে হয় তাদের। তবে সেই সম্পর্কের জল অনেক দূর গড়িয়েছে। সম্প্রতি স্বামী অনিকেতকে দ্বিতীয় বিয়ে দিয়েছে শ্যামলী, নিজে দাঁড়িয়ে। সুদর্শন নায়কের পরকীয়ায় মজেছেন ছোট পর্দার দর্শকেরা।
মায়ের ‘বাবু’ থেকে ডাকাত সর্দার: সৃজন
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে বাবা সৃজনের পাশাপাশি এখন তার ছেলের ভূমিকায়ও রুবেল দাস। ছবি: সংগৃহীত।
জনপ্রিয়তার নিরিখে এগিয়ে রয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি। প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছে। বর্তমানে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। বাবা ও ছেলে দুই চরিত্রেই তিনি। মূল নায়ক যদিও বাবার চরিত্র ‘সৃজন’। স্মৃতি হারানোর পরে সে হয়ে উঠেছে মস্ত বড় ডাকাত। নামও বদলে গিয়ে হয়েছে গিরিধারী সিংহ। ডাকাতি করে সব টাকা দরিদ্রদের বিলিয়ে দেয় সে। অন্য দিকে ছেলের চরিত্র নাকি এক পাঞ্জাবি সর্দারের। তবে পর্দার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও এখন আগ্রহ দর্শকের। নতুন বছরের শুরুতেই শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।
স্ত্রীকে বক্সিং শেখায় যত্ন করে: রোহিত স্যর
অভিষেক বসু, ‘নেতাজি’ থেকে ‘গঙ্গারাম’— কী না করতে পারেন! ছবি: সংগৃহীত।
অভিনয়ের পাশাপাশি নাচের পারদর্শিতাও প্রমাণ করেছেন তিনি। ‘নেতাজি’ থেকে ‘গঙ্গারাম’— কী না করতে পারেন! তিনি অভিষেক বসু। এখন তিনি ‘রোহিত স্যর’। ‘ফুলকি’ ধারাবাহিকে ফুলকিকে বক্সিং শেখায় সে। প্রথম প্রথম নায়িকা ফুলকি সমীহ করে চলত রোহিত স্যরকে। কিন্তু এখন তাদের দাম্পত্যে প্রেমের বাস। কিছু দিন আগেই খলনায়কের নিশানায় ছিল ফুলকি। কিন্তু তাকে বাঁচায় রোহিত স্যর। বদলে আহত হয় সে নিজেই।