তৃপ্তিকে কাঁচি করেন পরিচালক নিজেই! ছবি: সংগৃহীত।
তৃপ্তি ডিমরি যে প্রথম সারির নায়কদের বিপরীতেও নিজেকে প্রমাণ করতে পারেন, প্রথম বোঝা গিয়েছিল ‘অ্যানিম্যাল’ ছবিতে। রণবীরের সঙ্গে তৃপ্তি ঘনিষ্ঠতম, দেখে উত্তাপ ছড়িয়েছে দর্শকের মধ্যেও! বক্স অফিসে ছবি সফল। অনুরাগীদের চাহিদা, ফের এই জুটিকেই চাই তাঁদের। এ দিকে সেই পর্ব মিটতে না মিটতেই তৃপ্তি দ্বিতীয় বার পর্দায় এলেন কার্তিককে নিয়ে। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে। এখানেও তিনি স্বমহিমায়। কিন্তু এই জুটির পর্দার প্রেম কিন্তু রণবীর-তৃপ্তির রসায়নের মতো জমাট বাঁধেনি। কথা ছিল, ‘আশিকি ৩’ ছবিতে ফের কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি। কিন্তু সেটা হতে দিচ্ছে না পরিচালক অনুরাগ বসু।
‘আশিকি ৩’ নিয়ে প্রথম থেকেই মানুষের আগ্রহ তুঙ্গে। কথাবার্তাও সেই মতো এগিয়েছিল দুই তারকার সঙ্গে। কিন্তু আচমকাই বাদ পড়েন তৃপ্তি। এই ছবির জন্য নায়িকার মধ্যে যে সারল্যের প্রয়োজন তা তৃপ্তির মধ্যে নেই। তিনি নাকি বড্ড সাহসী। সেই কারণেই পরিচালক নাকি তাঁকে কাঁচি করেছেন। যদিও তৃপ্তি এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেননি। এ বার অনুরাগ বলেন, ‘‘ এই তত্ত্বের একেবারেই কোনও ভিত্তি নেই। সে কথা তৃপ্তিও খুব ভাল করে জানে।’’ এই জল্পনাও শোনা গিয়েছে যে, ছবিতে কার্তিকের বিপরীতে নাকি পরিচালকের মনে ধরেছেন অভিনেত্রী সারা আলি খানকে। যদিও সইফ-কন্যার সঙ্গে একটা অতীত রয়েছে কার্তিকের। তবে কি ছবির স্বার্থে তাঁদের পুরানো প্রেম ফের পর্দায় ঝালিয়ে নিতে চাইছেন অনুরাগ!