বাচ্চাদের মধ্যে দিয়ে মানবতার সঙ্গীত বিশ্বে ছড়িয়ে দিতে চান অনুপম।
“আমি ভাবতে পারিনি এত বছর বাদে আমায় সেই পুরনো কথা আবার গানে বলতে হবে,” নিজের নতুন গান ‘পরিচয়’ প্রসঙ্গে প্রথম আনন্দবাজার ডিজিটালকে বললেন অনুপম রায়। গানের কথা এই রকম, “হিন্দু বা মুসলমান হতে চাই না/ তা বলে বৌদ্ধ কিংবা খ্রিষ্টান হতে চাই না/ বিভেদের সব দেওয়াল ভেঙে ফেলে/ আমি ধর্মে নেই, তাই জিরাফেও থাকব না।”
অনুপম বললেন, “২০০৮-এ এই গানটা লিখেছিলাম। তখন এই জগতে আসিনি আমি। কিন্তু যুগে যুগে মানুষ গানেই তো মানবতার কথা বলে গিয়েছে। সে চণ্ডীদাস, লালন বা রবীন্দ্রনাথই হন।
আজকের সামাজিক চিত্র তাঁকে এই গানটি ফিরিয়ে আনতে বাধ্য করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন মানুষ ধর্মকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে, সেখানে ভারতের সর্বত্র ধর্ম নিয়ে মেরুকরণ অনুপমের মতো শিল্পীকেও ভাবিয়ে তুলছে। এই ভাবনার ফসল তাঁর নতুন গান।
আরও পড়ুন-‘আমার মেয়েদের বলেছি পিরিয়ডের সময়েও পুজো করতে’
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাচ্চাদের ঘিরে রয়েছেন অনুপম। বাচ্চাদের মধ্যে দিয়েই এই মানবতার সঙ্গীত বিশ্বে ছড়িয়ে দিতে চান তিনি।
দেখুন ভিডিয়ো