Ranbir Singh

Deepika Padukone: সে কী! দীপিকার স্কার্ট রণবীর পরে নিলেন? ফোড়ন কাটলেন কেআরকে

নানা বিষয়ে তীক্ষ্ণ মন্তব্য করে নিমেষে বিতর্ক জমিয়ে দেন কেআরকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ১৯:৪৯
Share:

আবার স্বমহিমায় কূটনীতিক!

একাধারে অভিনেতা-সমালোচক, অন্যদিকে বাণিজ্য বিশ্লেষক হিসেবে কামাল আর খান (কেআরকে) বেশ জনপ্রিয় ব্যক্তিত্ব। নানা বিষয়ে তীক্ষ্ণ মন্তব্য করে নিমেষে বিতর্ক জমিয়ে দেন তিনি। টুইটারে তাঁর অনুসরণকারীর সংখ্যাও কম নয়। তবে সোমবার এমন এক রসিকতা করলেন কেআরকে, যা নিয়ে শোরগোল পড়ে গেল। নেটাগরিকদের একাংশ বললেন, ‘এই তো! অনেক দিন পর মনের মতো টুইট করেছেন কেআরকে।’ কী বললেন তিনি?

দেখা গেল, একটি ছবি পোস্ট করেছেন খ্যাতনামী সমালোচক, যেখানে একদিকে দীপিকা পাড়ুকোন আর অন্যদিকে রয়েছেন তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর সিংহ। দীপিকার পরনে মনোকিনি, অর্থাৎ ঊর্ধ্বাঙ্গ ঢাকা, নিম্নাঙ্গ নগ্নপ্রায়। আর ওদিকে রণবীরের পরনে রাজবেশ। ফুলহাতা কুর্তার নীচে বিভক্ত ঘেরওয়ালা স্কার্ট। সেই ছবির ক্যাপশনে কেআরকে লিখছেন, ‘যখন স্বামী তোমার স্কার্ট পরে পালায়!’

Advertisement

এমন বুদ্ধিদীপ্ত রসিকতার আভাসে হাসির ফোয়ারা ছুটেছে নেট দুনিয়ায়। অজস্র মন্তব্য ভেসে এসেছে। তবে ছবিটি কে এ ভাবে পাশাপাশি জুড়ে সাজিয়েছেন, তা জানা যায়নি। সেই প্রতিভাবান চিত্র সম্পাদককেও কুর্নিশ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement