Ankush Hazra

Cinema: হিট জুটির প্রত্যাবর্তন

 ছবিটি নিয়ে অঙ্কুশ এবং সায়ন্তিকা আগ্রহী। অঙ্কুশের কথায়, ‘‘এই ছবিতে আমার চরিত্রটি তথাকথিত নায়কের মতো নয়। নিজেকে ভাঙার চেষ্টা করেছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২১ ০৯:৪৩
Share:

পিয়ান, অঙ্কুশ ও সায়ন্তিকা

রাজা চন্দের সঙ্গে অঙ্কুশের জুটি হিট। ‘ম্যাজিক’-এর পরে আরও একবার তাঁরা জুটি বাঁধছেন নতুন ছবি ‘সেভিংস অ্যাকাউন্ট’-এ। সেখানে মুখ্য চরিত্রে অঙ্কুশ, সায়ন্তিকা, পিয়ান প্রমুখ। ‘ম্যাজিক’-এর পরে এটি অঙ্কুশের সঙ্গে পরিচালকের দ্বিতীয় কাজ। পরিচালক রাজার কথায়, ‘‘একটি ব্যাঙ্কের প্রেক্ষাপটে তৈরি ‘সেভিংস অ্যাকাউন্ট’ ছবিটি। প্রতিদিনের মতো ব্যাঙ্কের কাজকর্ম শুরু হয়েছে সকালে। সেভিংস অ্যাকাউন্ট খুলতে এসেছেন অঙ্কুশ। ব্যাঙ্কের কর্মচারীর ভূমিকায় রয়েছেন পিয়ান। এমন সময়ে জনৈক ব্যক্তি রিভলবার উঁচিয়ে ব্যাঙ্কটিকে কব্জা করে নেয়। তারপর পুলিশ আসে। গল্পটা সহজভাবে এটুকুই বলতে পারি।’’ বাকিটা আর ভাঙতে চাইলেন না পরিচালক। তবে পরিচালকের দাবি, ‘‘এমন টানটান উত্তেজনা নিয়ে এর আগে ছবি করিনি।’’

Advertisement

ছবিটি নিয়ে অঙ্কুশ এবং সায়ন্তিকা আগ্রহী। অঙ্কুশের কথায়, ‘‘এই ছবিতে আমার চরিত্রটি তথাকথিত নায়কের মতো নয়। নিজেকে ভাঙার চেষ্টা করেছি।’’ তবে এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন অঙ্কুশ। জ্বরে কাবু হয়ে পড়েছিলেন তিনি। বিশ্রাম নিয়ে ফিরেছেন কাজে। চরিত্রের জন্য অনেক বেশি ওয়ার্কআউট শুরু করেছেন। তাঁর কথায়, ‘‘চরিত্রের প্রযোজনে শরীর ভাঙতে হচ্ছে। চেহারায় একটা বিধ্বস্ত ভাব আনার চেষ্টা করছি।’’

ছবিতে সায়ন্তিকাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। সায়ন্তিকার কথায়, ‘‘ফিটনেস নিয়ে বরাবর চর্চা করি বলে চরিত্রটি শুনেই লাফিয়ে উঠি। এত দিন ধরে এরকম চরিত্রের অপেক্ষায় ছিলাম। এ বার স্বপ্নপূরণ হতে চলেছে। রাজনীতিতে যোগদানের পরে এমন একটা ছবি দিয়ে অভিনয়ে ফিরতে পেরে আমি খুবই খুশি।’’ ছবিতে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যও রয়েছে সায়ন্তিকার। বডি ল্যাঙ্গোয়েজ়, ম্যানারিজ়ম, ও কথা বলার ধরন এই ধরনের চরিত্রে খুব গুরুত্বপূর্ণ বলে নায়িকা সে দিকেও মন দিয়েছেন।

Advertisement

পিয়ানের চরিত্রটি সায়ন্তিকার সমান্তরাল এবং গুরুত্বপূর্ণ। এর আগে স্বামী-পরিচালকের ছবিতে কাজ করলেও এই চরিত্র দিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন বলেই মনে করছেন পিয়ান। বললেন, ‘‘রাজা আমাকে কোনও ছবিতেই কাস্ট করে না। এখানেও প্রযোজক আমাকে বেছেছেন।’’ আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ছবির শুটিং। বারাসতের পুরনো ব্যাঙ্কে সেট বানানো হয়েছে। ছবির পুরো শুটিং সেখানে করা হবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement