Ankita Lokhande

প্রেমিকের কোলে বসে অঙ্কিতা লোখান্ডে, নেটাগরিকদের কোপে অভিনেত্রী

অঙ্কিতাকে অন্য কারওর সঙ্গে ঘনিষ্ঠ হলেই মেনে নিতে পারেন না সুশান্তপ্রেমীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ২১:১৮
Share:

প্রেমিক ভিকি জৈনের কোলে বসে অঙ্কিতা লোখান্ডে।

বছর শেষে পুরনো ছবি পোস্ট করলেন অঙ্কিতা লোখান্ডে। প্রেমিক ভিকি জৈনের কোলে বসে রয়েছেন অভিনেত্রী। অঙ্কিতাকে অন্য কারওর সঙ্গে ঘনিষ্ঠ হলেই মেনে নিতে পারেন না সুশান্তপ্রেমীরা। ফের তার প্রমাণ পাওয়া গেল এই ছবির তলায়।

Advertisement

দু’টি ছবি পোস্ট করেছেন তিনি। প্রথমটি ভিকির কোলে অঙ্কিতা। একটি লাল রঙের ফ্লোরাল টপ পরে রয়েছেন অঙ্কিতা। নীচে শর্ট ডেনিম। চোখে রোদচশমা। পরের ছবিতে একটি বেঞ্চে পাশাপাশি বসে রয়েছেন যুগল। ম্যাচ করে সাদা জামা কালো প্যান্ট পরে রয়েছেন অঙ্কিতা-ভিকি। ক্যাপশনে লিখলেন, ‘আমরা পরিবার। কে কে ফের যেতে চাও? হাত তোলো! গোয়া!’

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে সুশান্তের প্রাক্তন প্রমিকা অঙ্কিতাকে অন্য কারওর সঙ্গে দেখতে পারেন না সুশান্তের অনুরাগীরা। কিন্তু আদপে ৪ বছর আগে তাঁদের দু’জনের সম্পর্ক ভেঙে যায়। মৃত্যুর আগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেম করছিলেন সুশান্ত। কোনও সম্পর্ক ছিল না অঙ্কিতার সঙ্গে। তাঁর অকাল মৃত্যুর পর অঙ্কিতা লোখান্ডে বিভিন্ন বিষয়ে মুখ খুলেছিলেন। তদন্ত প্রক্রিয়া নিয়ে হোক, সুশান্তের পছন্দ-অপছন্দ নিয়ে হোক, তাঁর পরিবার নিয়ে হোক। সুশান্তের অনুরাগীরা যেন তার পর থেকে অঙ্কিতার আনন্দ, সুখ কোনও কিছুকেই ভাল চোখে নিতে পারেন না। সম্প্রতি অঙ্কিতার জন্মদিন পালন নিয়েও আক্রমণ করতে ছাড়েননি কেউ।

Advertisement

A post shared by Ankita Lokhande (@lokhandeankita)

এ বার বর্তমান প্রেমিকের সঙ্গে ছবি দিতেও খেপে গিয়েছে নেটবাসী। এমনকি তাঁর চরিত্রহনন করতেও দ্বিধাবোধ করেননি। কেউ লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে।’ কেউ লিখেছেন, ‘আমি আপনাকে ঘৃণা করি।’ কারওর দাবি, অঙ্কিতা নিশ্চয়ই সুশান্তকে ভুলে গিয়েছেন। কেউ স্পষ্ট গালাগাল করে লিখলেন, ‘নির্লজ্জ ড্রামা কুইন, সুবিধাবাদী।’

আরও পড়ুন: কখনও চিৎকার, কখনও কান্না! ভূত ধরেছে রাখী সবন্তকে!

আরও পড়ুন: মত্ত অবস্থায় নেহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোহনপ্রীত!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement