Angana Roy

Angana Roy: ‘আলো’ ছবিতে ঋতুপর্ণার মেয়ে হিসেবে অভিনয় শুরু, রণবীর সিংহের বিপরীতেও দেখা যাবে তাঁকে

একাধিক ওয়েব সিরিজে ইতিমধ্যে অভিনয় করে ফেলেছেন তিনি। ‘সেই যে হলুদ পাখি’, ‘পাপ’, ‘তানসেনের তানপুরা’ রয়েছে সেই তালিকায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৮:২৭
Share:
০১ ১২

জীবনের প্রথম ছবি তরুণ মজুমদারের পরিচালনায়। এ বার রণবীর সিংহের সঙ্গেও পর্দা ভাগ করে নিতে উড়ে গিয়েছেন আরব সাগরের তীরে। তিনি অঙ্গনা রায়।

০২ ১২

সতেরো বছর আগে তরুণ মজুমদারের ‘আলো’ ছবিতে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অঙ্গনা।

Advertisement
০৩ ১২

ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তার পর দীর্ঘ বিরতি।

০৪ ১২

ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার চাপ সামলে আবারও পুরনো জায়গায় ফিরে এসেছেন অঙ্গনা।

০৫ ১২

একাধিক ওয়েব সিরিজে ইতিমধ্যে অভিনয় করে ফেলেছেন তিনি। ‘সেই যে হলুদ পাখি’, ‘পাপ’, ‘তানসেনের তানপুরা’ রয়েছে সেই তালিকায়।

০৬ ১২

বড় পর্দা থেকে কেরিয়ার শুরু করেও বর্তমানে শুধু ওয়েব সিরিজ কেন? প্রশ্ন করতেই অঙ্গনার উত্তর, “এখন তো করোনার জন্য ছবি কমই তৈরি হচ্ছে। ওয়েব সিরিজের রমরমা অনেক বেশি। এ ছাড়াও আমি একটা ছবি করেছি। খুব শীঘ্রই জানাব সেই বিষয়ে।”

০৭ ১২

ওয়েব সিরিজের জনপ্রিয়তা যেমন বেশি, তেমন তাঁকে নিয়ে বিতর্কও কম নয়। একাধিক সিরিজের খোলামেলা দৃশ্য, গালিগালাজের ব্যবহার নিয়ে নানা জনের নানা মত। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “চিত্রনাট্যের প্রয়োজন হলে নিশ্চয়ই খোলামেলা দৃশ্যে অসুবিধা নেই। কিন্তু এখনও পর্যন্ত আমি সে রকম কোনও দৃশ্যে অভিনয় করিনি।”

০৮ ১২

‘বন্য প্রেমের গল্প’ সিরিজের দ্বিতীয় কিস্তিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অঙ্গনা।

০৯ ১২

তাঁর কথায়, “চিত্রনাট্য আমার খুবই ভাল লেগেছে। কিন্তু সেই সময় এই কাজের জন্য প্রস্তুত ছিলাম না। এ ছাড়াও তখন আমার টিকা নেওয়া ছিল না। বৃদ্ধ দাদু বাড়িতে থাকায় ঝুঁকি নিতে চাইনি।”

১০ ১২

ঋত্বিক চক্রবর্তী তাঁর প্রিয় অভিনেতা। ভবিষ্যতে তাঁর বিপরীতে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন অঙ্গনা।

১১ ১২

প্রিয় পরিচালকদের তালিকাও নেহাত ছোট নয়। কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা রয়েছেন তালিকার শীর্ষে।

১২ ১২

বড় পর্দায় এখনও অভিষেক হয়নি বটে। কিন্তু ইতিমধ্যেই রণবীর সিংহের সঙ্গে অভিনয়ের সুযোগ এসে গিয়েছে। একটি চ্যানেলের বিজ্ঞাপণীর জন্য শ্যুট করবেন তিনি। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে খুশি অঙ্গনা।

রূপসজ্জা: অনুপ দাস, ছবি: সৌরভ মাইতি এবং টিম, পোশাক: তমশ্রী রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement