Valentine's Day 2024

প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা করেননি, তবে প্রেম দিবসে অনন্যাকে উপহার পাঠাতে ভুললেন না আদিত্য

আদিত্য-অনন্যার প্রথম ‘ভ্যালেন্টাইন্‌স ডে’। যদিও সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে উপহার লুকোতে পারলেন না চাঙ্কি-কন্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪২
Share:

(বাঁ দিকে) আদিত্য রয় কপূর অনন্যা পাণ্ডে (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মোটে পাঁচ বছর ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে। নিজেকে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে বেশ বেগ পেতে হচ্ছে চাঙ্কি-কন্যা অনন্যা পাণ্ডেকে। কেরিয়ারে ফ্লপের সংখ্যা হিটের তুলনায় অনেক বেশি। প্রথম ছবির সময় থেকেই অনন্যার ব্যক্তিগত জীবন তাঁর পেশাদার জীবনের তুলনায় অধিক চর্চায়। অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে তাঁর প্রেম ভাঙার পর অনন্যার মন জয় করছেন অভিনেতা আদিত্য রায় কপূর, এমনটাই চর্চা। দেশে-বিদেশে একসঙ্গে ছুটি কাটাতে যান তাঁরা। কখনও স্পেনের রাস্তায় দেখা গিয়েছে তাঁদের, কখনও আবার লন্ডনে। যদিও এখনও পর্যন্তে সম্পর্কে সিলমোহর দেননি আদিত্য-অনন্যার কেউ-ই। তবে প্রেম দিবসে প্রেমিকের পাঠানো উপহারের কথা জানাতে ভোলেননি চাঙ্কি-কন্যা।

Advertisement

কর্ণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’-এর সপ্তম সিজ়নের আড্ডা থেকে আদিত্য ও অনন্যার সম্পর্কের সূত্রপাত। ‘কফি উইথ কর্ণ’-এর এক পর্বে আদিত্যর প্রতি নিজের ভাল লাগার কথা স্বীকার করেছিলেন অনন্যা। তার পর থেকেই নাকি প্রেম। অষ্টম সিজ়নে কফি-আড্ডায় ফিরে আদিত্যের সঙ্গে নিজের সম্পর্কের কথা হাবেভাবে বুঝিয়ে দেন অনন্যা। তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আসতেই একাধিক বার তাঁদের গোপনীয়তা ভঙ্গ হয়েছে। তবে জুটি হিসাবে এ বারই আদিত্য-অনন্যার প্রথম ‘ভ্যালেন্টাইন্‌স ডে’। একসঙ্গে উদ্‌যাপন করবেন না, তা-ও কি হয়! এ বার অনন্যা নিজের সমাজমাধ্যমের পাতায় একগোছা সূর্যমুখীর ছবি ও হৃদয়ের আকৃতির লাল বেলুনের ছবি পোস্ট করে জুড়ে দেন হৃদয়ের ইমোজি। ছবিটি গাড়ির ভিতরে তোলা। সেখানেই নাকি গাড়ির সামনের সিটে আদিত্যের ছায়া দেখতে পেয়েছেন বলে দাবি নেটাগরিকদের একাংশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement