Amol Palekar

Amol Palekar: আচমকা অসুস্থ অমোল পালেকর, ভর্তি করানো হল হাসপাতালে

মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে এক দশক আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৬
Share:

অসুস্থ অমোল।

অসুস্থ হয়ে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি অভিনেতা অমোল পালেকর। তাঁর স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন, আপাতত স্থিতিশীল অভিনেতা।

সংবাদমাধ্যমকে বর্ষীয়ান অভিনেতার স্ত্রী বলেছেন, “অমোলের স্বাস্থ্য নিয়ে চিন্তার কিছু নেই। ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আগের থেকে ভাল আছে।” দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন অমোল। তবে কোনও কঠিন রোগের শিকার নন ৭৭ বছর বয়সি অভিনেতা। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে এক দশক আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে এই মুহূর্তে তিনি ভাল আছেন।

Advertisement

৭০-এর দশকে ‘রজনীগন্ধা’, ‘চিতচোর’, ‘ছোটি সি বাত’, ‘গোলমাল’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন অমোল। ২০২১ সালে কাজ করেন ‘২০০ হল্লা হো’ নামক ছবিতে। এই ছবির মাধ্যমে ১২ বছর পর ক্যামেরার সামনে এসেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement