Sumona Chakravarti

Actress: ছবির ছোট্ট মেয়েটি বর্তমানে বলিপাড়ার চেনা মুখ, চিনতে পারছেন এই বঙ্গতনয়াকে?

এগারো বছর বয়সে পা রেখেছিলেন বিনোদনের দুনিয়ায়। অভিনয় করেছিলেন আমির খান এবং মনীষা কৈরালা অভিনীত ‘মন’ ছবিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১১:০১
Share:

দেখুন তো চিনতে পারেন কি না

ছোট করে কাটা চুল। গায়ে জড়ানো শাড়ি আলুথালু। কাঁধে ঝোলানো মস্ত এক কালো ব্যাগ। ছবির একরত্তি মেয়েটাকে চিনতে পারছেন?

বিষয়টা একটু সহজ করে দেওয়া যাক। কয়েকটি সূত্র দেওয়া থাকল।

১। ছবির এই ছোট্ট মেয়েটি মুম্বইবাসী বঙ্গতনয়া।
২। এগারো বছর বয়সে পা রেখেছিলেন বিনোদনের দুনিয়ায়। অভিনয় করেছিলেন আমির খান এবং মনীষা কৈরালা অভিনীত ‘মন’ ছবিতে।
৩। একতা কপূরের ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রেও নজর কেড়েছিলেন এই বাঙালিনী।
৪। পরবর্তীতে কৌতুক শিল্পী কপিল শর্মার অনুষ্ঠানেরও অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।

Advertisement

এত ক্ষণে নিশ্চয়ই বুঝতে বাকি নেই কার কথা হচ্ছে! ছবির এই ছোট্ট মেয়েটি বর্তমানে বলিউডের টেলিপাড়ার অন্যতম অভিনেত্রী সুমনা চক্রবর্তী। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে শৈশবের এই ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। অনুরাগীরাও ভালবাসায় ভরিয়ে দেন সুমনাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement