Amitabh Bachchan

Amitabh Bachchan: হারেম প্যান্টে এ কোন বচ্চন? কে পরাল এমন পোশাক?

মজার পোশাকে অমিতাভ বচ্চন। এমন পোশাকে আগে কখনও দেখা যায়নি ‘বিগ বি’-কে।

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৫:৫১
Share:

খোশমেজাজে আছেন ‘বিগ বি’। ছবি তো তাই বলছে। এ বার নিজেকে নিয়েই মজায় মেতেছেন। সেই মজার ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গেও। নিজের টুইটার অ্যাকাউন্টে সক্রিয় থাকেন ‘বচ্চন সাব’। কখনও মন্তব্য, কখনও বা ছবি ভাগ করে নেন সকলের সঙ্গে।

Advertisement

এ বার এক অদ্ভুত পোশাকে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। আগে কখনও এমন পোশাকে দেখা যায়নি ‘বিগ বি’কে। আপাতগম্ভীর ‘শাহেনশা’কে এমন রসিক হয়ে উঠতে দেখে অবাক বলিউড। শুধু অদ্ভুত পোশাকই নয়, সেই পোশাকে নিজেকে নিয়ে মজার ছড়াও লিখেছেন।

কী লিখলেন সেই ছড়ায়? নিজের টুইটারে বচ্চন লিখেছেন, ‘‘পহেন নে কো দে দিয়া পাজামা/ লাগা শাড়ি কা ফাদা/ আগে ছোটি জেব দে দি/ অউর পিছে লাগা হ্যায় নাড়া’। যার তর্জমা করলে দাঁড়ায়, ‘পরতে দিয়েছে পাজামা/ কিন্তু যেন শাড়ি/ সামনে দিয়েছে ছোট পকেট/ পিছনে লাগানো দড়ি।’

Advertisement

এমন পোশাকে বলিউডের ‘সরকার’কে দেখে কানাঘুষো শুরু। কেউ মনে করছেন, নতুন কোনও ছবিতে হয়তো এমন পোশাকেই দেখা যাবে তাঁকে। কেউ আবার রণবীর সিংহের সঙ্গে তুলনা করতে গিয়ে তকমা দিয়ে বলেছেন, ‘নতুন রণবীর সিংহ’। এক জন টুইটার অনুসরণকারী তো বলেই বসেছেন, ‘‘রণবীরের ছোঁয়া লেগেছে অমিতাভজির, তাই এমন অদ্ভুত কাণ্ড করছেন। রণবীরের সঙ্গে কাজ করলে এমনটাই হবে।’’

সেপ্টেম্বরের ৯ তারিখ মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। এই ছবিতে রণবীর কপূর ও আলিয়া ভট্টের সঙ্গে দেখা যাবে ‘বচ্চন সাব’কে। এ ছাড়াও বিকাশ বহেলের ‘গুডবাই’ ও ‘প্রোজেক্ট কে’ ছবিতেও অভিনয় করছেন বলিউডের ‘শাহেনশা’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement