Amitabh Bachchan

নিজের ছবির টাইটেলের সংক্ষিপ্ত রূপ ঠিক করলেন অমিতাভ

এ নিয়ে মজা করে একটি টুইটও করেছেন, ‘‘নতুন প্রজন্ম প্রায়ই অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে। যেমন, ‘কভি খুশি কভি গম’ হয়েছে কেথ্রিজি।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ০০:০৪
Share:

ছবিতে অমিতাভ

অমিতাভ বচ্চনের অনেক ছবিই তাদের সংক্ষিপ্ত নামে পরিচিত। এ বার নিজের আগামী ছবির টাইটেলের সংক্ষিপ্ত রূপ ঠিক করে ফেললেন অমিতাভ নিজেই। ‘গুলাবো সিতাবো’ ছবিটির শর্ট ফর্ম দিলেন ‘জিবোসিবো’! এ নিয়ে মজা করে একটি টুইটও করেছেন, ‘‘নতুন প্রজন্ম প্রায়ই অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে। যেমন, ‘কভি খুশি কভি গম’ হয়েছে কেথ্রিজি। তাই ‘গুলাবো সিতাবো’র নাম হতে পারে ‘জিবোসিবো’। কুল না? সিএসি, অর্থাৎ কুল অ্যাজ় ক্যাট!’’ নিজের ব্লগ কিংবা টুইটারে সাধারণত পোস্ট করে থাকেন অভিনেতা। সম্প্রতি যেমন তিনি লিখেছেন, ‘প্রয়োজনের চেয়ে একটু বেশিই জিম করে ফেলেছি আজ...’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement