Amitabh Bachchan

Amitabh Bachchan: সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে বিগ বি’র, সৌজন্যে আর বাল্কির ছবি

আসছে আর বাল্কির নতুন ছবি। নতুন ছবির হাত ধরে প্রকাশ ঘটতে চলেছে এক অন্য অমিতাভের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ২০:০৫
Share:

নতুন ভাবে ধরা দিতে চলেছেন বিগ বি।

‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’— পরিচালক আর বাল্কি এবং অমিতাভ বচ্চনের বন্ধুত্ব বহু পুরনো। পরিচালকের গল্প বলার ধরন দর্শকের খুবই পছন্দ। ২৩ সেপ্টেম্বর আসতে চলেছে পরিচালকের নতুন ছবি ‘চুপ’। ‘চিনি কম’-এর পর আবারও এক প্রেমের সাইকো থ্রিলারের গল্প পর্দায় আনতে চলেছেন আর বাল্কি। যে ছবির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে সঙ্গীত রচয়িতা অমিতাভ বচ্চনের।

Advertisement

দীর্ঘ কয়েক দশক ধরে দর্শক মনে বিরাজ করছেন তিনি। আট থেকে ৮০ ভক্তের সংখ্যা অগুনতি। আবারও নতুন ভাবে ধরা দিতে চলেছেন বিগ বি। মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, “অনেকগুলো কারণের জন্য এই ছবি আমার জীবনে বিশেষ। এই ছবির মাধ্যমে সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে অমিতাভ বচ্চনের। ছবিটি দেখার পর খুব সহজাত ভাবে নিজের পিয়ানোয় সুর তোলেন বিগ বি। এই সুর তাঁর অনুভূতিরই বহিঃপ্রকাশ। আমার ছবির জন্য বিগ বি’র এই বিশেষ উপহার আমি ভুলব না।”

Advertisement

আর বাল্কির এই নতুন ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সানি দেওল, দুলকির সলমন, পূজা ভট্ট-সহ আরও অনেকে। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement