Sohini Banerjee

Sohini Banerjee: তিনি নাকি সংসার ভেঙেছেন! প্রেমিকের জন্মদিনের ছবি দিয়েই অভিযোগ ওড়ালেন সোহিনী

প্রেমিক জয়সূর্যর জন্মদিন। বিশেষ ছবি ভাগ করে নিলেন ‘উড়ন তুবড়ি’র অভিনেত্রী সোহিনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ১৯:৪৮
Share:

‘খুল্লম খুল্লা’ প্রেমেই বিশ্বাস করেন সোহিনী।

প্রায় ন’বছরের সম্পর্ক তাঁদের। এক জন টলিপাড়ার পরিচিত মুখ। অন্য জন কর্মসূত্রে থাকেন লন্ডনে। সোহিনী বন্দ্যোপাধ্যায়। তাঁকে এই মুহূর্তে সবাই তুবড়ি বলেই চেনেন। বৃহস্পতিবার সকাল সকাল প্রেমিকের সঙ্গে তাঁর একটি মিষ্টি ছবি ভাগ করে নিলেন। জয়সূর্য গুপ্তর সঙ্গে ন’বছর ধরে সম্পর্কে আছেন সোহিনী। তবে এখন তিনি কয়েক হাজার মাইল দূরে। পেশায় আইটি কর্মী। অন্য দিকে নায়িকাও ব্যস্ত শ্যুটিংয়ে। যদিও খুব বেশি দিন হয়নি কাজ শুরু করেছেন। তবু তাঁদের মধ্যে কোনও লুকোছাপা নেই। সোহিনী ‘খুল্লম খুল্লা’ প্রেমেই বিশ্বাস করেন।

Advertisement

জয়সূর্য গুপ্তর সঙ্গে ন’বছর ধরে সম্পর্কে আছেন সোহিনী।

এত দূরে, তবুও এই বিশেষ দিনে প্রেমিকের জন্য কী পরিকল্পনা করেছেন তুবড়ি ওরফে সোহিনী? এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি তো শ্যুটিংয়ে ব্যস্ত। আর ও তো লন্ডনে। তাই কিছই বুঝে উঠতে পারছি না। তবে উপহার তো পাঠাবই।” সোহিনী আরও যোগ করেন, “লুকিয়ে প্রেমে আমি বিশ্বাসী নই। তাই অভিনয়ে আসার পরও কখনও সম্পর্ককে লুকিয়ে রাখার ভাবিনি। তাতে কোনও অসুবিধাও হয়নি।”

Advertisement

সম্প্রতি মডেল সুস্মিতা পাল অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে, তাঁর সংসার ভাঙার নেপথ্যে রয়েছেন সোহিনী। এই অভিযোগ নিয়ে কোনও কথাই বলেননি অভিনেত্রী। সুস্মিতার অভিযোগের এটাই কি উত্তর? সোহিনীর এমন পোস্ট ইঙ্গিত দিচ্ছে তেমনটাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement