aamir khan

এ বারে করোনার কবলে বলিউড তারকা আমির খান, ‘লাল সিংহ চড্ডা’-র শ্যুটে পড়ল বিরতি

‘লাল সিংহ চাড্ডা’-র শ্যুট চলাকালীন করোনায় আক্রান্ত হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৩:০৪
Share:

আমির খান

করোনা আক্রান্তের তালিকায় নতুন সংযোজন। বলিউড তারকা আমির খানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত এ খবর পাওয়া গিয়েছে।

Advertisement

‘লাল সিংহ চড্ডা’-র শ্যুট চলাকালীন করোনায় আক্রান্ত হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। সূত্র জানিয়েছেন, অভিনেতা আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। কোভিড-বিধি মেনে চলছেন। তাঁর সমস্ত কর্মীকে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। সবাইকে ইতিমধ্যে ছুটিও দিয়ে দিয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি 'লাল সিংহ চড্ডা'-র বাকি শ্যুটিং শুরু করবেন।

মহারাষ্ট্রে ফের কোভিডের বাড়বাড়ন্ত। ভাইরাসের কবলে পড়ছেন বলিউডের শিল্পীরা। দ্বিতীয় ঢেউ শুরু হতেই একাধিক অভিনেতা অভিনেত্রী কোভিড আক্রান্ত হয়েছেন। তালিকায় নাম রয়েছে সতীশ কৌশিক, তারা সুতারিয়া, কার্তিক আরিয়ান, আশিষ বিদ্যার্থী, গওহর খান প্রমুখের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement