biopic

ফের বায়োপিকে?

এর আগে মঙ্গল পাণ্ডে, মহাবীর সিংহ ফোগতের মতো একাধিক চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৫:৪৯
Share:

আমির খান

বড় পর্দায় বিশ্বনাথন আনন্দ হিসেবে আমির খানই সেরা পছন্দ নির্মাতাদের। গ্র্যান্ডমাস্টার আনন্দকে নিয়ে বায়োপিকের ঘোষণা করা হয়েছে গত ডিসেম্বরে, যা পরিচালনা করবেন আনন্দ এল রাই। তাঁর সঙ্গে ছবিটি সহ-প্রযোজনা করবেন মহাবীর জৈন। তিনি জানিয়েছেন, এই ছবির জন্য আমিরের কথা চিন্তাভাবনা করেছেন তাঁরা। তবে কাগজে-কলমে এখনও প্রস্তাব যায়নি আমিরের কাছে। এর আগে মঙ্গল পাণ্ডে, মহাবীর সিংহ ফোগতের মতো একাধিক চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির। তিনি দাবা খেলায়ও পটু। এর আগে বিশ্বনাথন আনন্দের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেখা গিয়েছিল আমিরকে। ম্যাচের পর আমিরের প্রশংসাও করেছিলেন আনন্দ। এই বায়োপিক তাঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট, তাই কাস্টিংয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না নির্মাতারা। তবে শেষ পর্যন্ত আমির এই ছবি করতে পারবেন কি না, তা নির্ভর করবে অনেক বিষয়ের উপরে। আপাতত ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement