নাগার প্রতি শোভিতার প্রেম দেখে পাল্টা পোস্ট সামান্থার! ছবি: সংগৃহীত।
বুধবার দক্ষিণী নায়িকা শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা নাগা চৈতন্য। নাগা এবং শোভিতার বিয়ে প্রসঙ্গে চর্চা শুরু হয়েছে দক্ষিণের খ্যাতনামী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে। কারণ, তিনি নাগার প্রাক্তন স্ত্রী। নাগার সঙ্গে সামান্থার প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে আলোচনার পাশাপাশি আলোচনা শুরু হয়েছে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও। রবিবার রাতে আদরে সোহাগে মাখা বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন শোভিতা। তার পরই নিজের জীবনের ভালবাসা কথা জানালেন সামান্থা।
কখনও নাগার গাল ধরে সোহাগী শোভিতা, কখনও স্বামীর সঙ্গে চাঁদ দেখছেন, আবার কখনও বিয়ের নানা মুহূর্ত— একের পর এক ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন শোভিতা। নিজের মাতৃভাষা তেলুগুতে নাগার প্রতি ভালবাসার কথা জানিয়েছেন সদ্যবিবাহিতা অভিনেত্রী। আর তার পরই ইনস্টাগ্রামে প্রিয় পোষ্যের সঙ্গে নিবিড় প্রেমের কথা জানালেন সামান্থা।
সামান্থার পোষ্য একটি বিদেশি কুকুর, নাম সাসা। সামান্থা লেখেন, ‘‘এ পৃথিবীতে ওর ভালবাসার থেকে অমূল্য কোনও ভালবাসা নেই।’’ নাগার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আত্মপ্রেমে ডুব দিয়েছেন অভিনেত্রী। নিজের মনের দরজা যে বন্ধ সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন সামান্থা। এখন নিজের স্বাস্থ্য ও কর্মজীবনেই মনোযোগ দিচ্ছেন এই মুহূর্তে।