Ameesha Patel

অতীতের মুখোমুখি আমিশা, কান্না ধরে রাখতে পারলেন না অভিনেত্রী

বলিউডে তাঁর আত্মপ্রকাশ হয়েছিল হৃতিক রোশনের সঙ্গে ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে। প্রথম ছবিই বক্স অফিসে রেকর্ড তৈরি করে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৯:১২
Share:

আমিশা পটেল।

আচমকাই আবেগপ্রবণ আমিশা পটেল। হবেন নাই বা কেন! বছর কুড়ির আগে হারিয়ে যাওয়া সময় ফের এসে দাঁড়াল অভিনেত্রীর সামনে।

Advertisement

কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন অভিনেত্রী। তখনই একটি বেসরকারি বিমান সংস্থার কর্মীরা এসে ‘কহো না প্যায়ার হ্যায়’ গানের সঙ্গে নাচতে শুরু করে দেন। এ রকম সারপ্রাইজ পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি আমিশা। একই সঙ্গে হাসি আর কান্নায় নিজের অনুভূতিকে সামাল দিয়ে উঠে চলে গেলেন সেই কর্মীদের কাছে। তার পর নাচতে শুরু করলেন তাঁদের সঙ্গে। দিন দুয়েক আগে সেই ভিডিয়ো পাওয়া গেল বলিউডের এক বিখ্যাত পাপারাৎজির ইনস্টাগ্রাম পেজ থেকে।

বলিউডে তাঁর আত্মপ্রকাশ হয়েছিল হৃতিক রোশনের সঙ্গে ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে। প্রথম ছবিই বক্স অফিসে রেকর্ড তৈরি করে। দ্বিতীয় ছবিতে আরও বেশি সাফল্য। আমিশা পটেলের কেরিয়ারের শুরুর দিকটা সেই সময়কার প্রথম সারির অভিনেত্রীদের কাছেও ছিল ঈর্ষণীয়। কিন্তু উর্ধ্বমুখী কেরিয়ারগ্রাফ বেশি দিন ধরে রাখতে পারেননি আমিশা। একের পর এক ফ্লপ ছবি দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যান এক নম্বর হওয়ার দৌড় থেকে। এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, স্টারকিড হলে হয় তো ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতেন। কিন্তু বলিউড মুখ তুলে তাকায়নি অভিনেত্রীর দিকে। তাই কি হঠাৎ এ রকম ভালবাসা পেয়ে চোখ ভিজল তাঁর? উত্তর জানেন তিনিই।

Advertisement

A post shared by Varinder Chawla (@varindertchawla)

আরও পড়ুন: শয্যাদৃশ্যও যে আর ৫টি দৃশ্যে অভিনয় করার মতোই, সেটা বোঝার সময় এসেছে: আর্যা

তাকে গোটা আকাশটাই দিয়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement