শনিবার সকালে ঘরে ফিরলেন অল্লু অর্জুন। ছবি: পিটিআই।
শুক্রবার হঠাৎই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এ বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তারই প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে। শুক্রবার গ্রেফতার করা হয় অল্লুকে। সেই দিনই তেলঙ্গানা হাই কোর্ট অন্তর্বর্তী জামিন দেয় অল্লুকে। কিন্তু শুক্রবার রাতটা সংশোধনাগারে থাকতে হয়েছে পর্দার পুষ্পাকে।
শনিবার সকাল সকাল বাড়ি ফেরেন অল্লু। দক্ষিণী তারকার অপেক্ষায় ছিলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। বাড়ির দোরগোড়ায় পৌঁছতেই স্ত্রী স্নেহা রেড্ডি জড়িয়ে ধরেন অল্লুকে। পরিবারই শুধু নয়। অল্লুর অপেক্ষায় ছিলেন অন্য তারকারাও। মুক্তি পেতেই অল্লুর সঙ্গে দেখা করতে ছুটে যান নাগা চৈতন্য ও রাণা দগ্গুবতী।
নাগা ও রানাকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন অল্লু অর্জুন। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। অল্লু অর্জুনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জীবীর স্ত্রী সুরেখা কোনিদালাও। তিনিও আনন্দে অল্লু অর্জুনকে আলিঙ্গন করেন।
অল্লু বাড়ি ফিরে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। হাত জোড় করে ক্ষমা চান তিনি। সেই সঙ্গে এ-ও জানালেন, সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর রাতে যে ঘটনা ঘটেছিল, তাতে তাঁর হাত ছিল না। অভিনেতা বলেন, “আমি ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই। সকলকে অনেক ধন্যবাদ। আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হবে করব।’’