Kangana Ranaut on Allu Arjun

বড় মাপের মানুষ হলেই দায় এড়ানো যায় না, অল্লু জামিন পেতেই ‘বিস্ফোরক’ কঙ্গনা

কঙ্গনার মতে, যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। কিন্তু এই ঘটনায় প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৮
Share:

অল্লুকে নিয়ে মন্তব্য কঙ্গনার। ছবি: সংগৃহীত।

বাড়ির শয়নকক্ষ থেকে গ্রেফতার করা হয়েছিল অল্লু অর্জুনকে। হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে উপচে পড়েছিল মানুষের ঢল। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। এই ঘটনায় অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে। এর পর শুক্রবার গ্রেফতার করা হয় দক্ষিণী তারকাকে। তবে কিছু ক্ষণের মধ্যেই অল্লুকে অন্তর্বর্তী জামিন দেয় তেলঙ্গানা হাই কোর্ট। এ বার এই ঘটনায় মুখ খুললেন কঙ্গনা রানাউত।

Advertisement

কঙ্গনার মতে, যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। কিন্তু এই ঘটনায় প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে। সাংসদ তথা অভিনেত্রী বলেছেন, “খুব দুঃখজনক ঘটনা। আমি নিজে অল্লু অর্জুনজির বড় সমর্থক। কিন্তু এটাও বলব, কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত। তিনি জামিন পেয়েছেন ঠিকই। কিন্তু উচ্চ স্তরের মানুষ বলেই কোনও ফলাফল ভোগ করতে হবে না, এমন যেন না হয়। মানুষের জীবনের কিন্তু দাম দেওয়া যায় না।”

সমাজে যাঁদের প্রভাব রয়েছে, তাঁদের চলার পথে আরও সতর্ক থাকা উচিত বলে মনে করেন কঙ্গনা। ধূমপানের বিজ্ঞাপন হোক বা প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়ের ঘটনা, কোনও ভাবেই কেউ দায় এড়িয়ে যেতে পারেন না বলে তাঁর মত। তাঁর কথায়, “প্রেক্ষাগৃহে ওঁরা উপস্থিত ছিলেন। তাই প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে।”

Advertisement

অল্লুকে শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement