Alia Bhatt

Alia Bhatt: ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ দেখতে দেখতে এডওয়ার্ডকে নিয়ে বিছানায় আলিয়া

ছুটির আমেজে আলিয়া। এডওয়ার্ডের মনোযোগ অবশ্য টিভির স্ক্রিনেই!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৮:৩৪
Share:

অবসরে কী করলেন সারাদিন?

বিয়ের পর পুরোদস্তুর কাজে নেমে পড়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। যদিও শেষ মুক্তি পাওয়া ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র সাফল্যে এখনও মশগুল তিনি। সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত সে ছবি ইতিমধ্যেই বহু প্রশংসা অর্জন করেছে। অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছেন আলিয়াও।

বেশ কয়েক সপ্তাহ ধরে বক্স অফিসে দাপিয়ে, ছবিটি এখন নেটফ্লিক্স মাতাচ্ছে। তবে দেখে দেখেও আশ মেটে না আলিয়ার। এই ছবির চিত্রনাট্য তাঁর নিজেরই যে খুব প্রিয়। ছুটির দিনগুলোয় বার বার ঘুরে ফিরে দেখেন চেনা দৃশ্য।

Advertisement

শনিবার দুপুরে তেমনই কিছু অবসর হাতে ছিল 'হাইওয়ে' অভিনেত্রী আলিয়ার। কী করলেন সারাদিন? দুপুরের এক ঝলক তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

যেখানে দুধসাদা পোষা বিড়াল এডওয়ার্ডের সঙ্গে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখছেন আলিয়া। অবশ্য এডওয়ার্ডই টেলিভিশনের পর্দায় বেশি মনোযোগী বলে দেখা গেল। আলিয়া শনিবারের অলস দুপুরটুকু উপভোগ করছেন কেবল।

Advertisement

সপ্তাহের বাকি দিনগুলো শ্যুটিংয়েই কাটে। ব্যস্ততা এখন তুঙ্গে। সামনেই মুক্তি পাচ্ছে 'ব্রহ্মাস্ত্র' যেখানে রণবীর কপূর এবং আলিয়া ভট্ট দুজনেই রয়েছেন। তার পরই কর্ণ জোহরের 'রকি আউর রানি কি প্রেম কাহানি'তে আলিয়াকে দেখা যাবে রণবীর সিংহ এবং আরও অনেক খ্যাতনামীর সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement