সাইলেন্স প্লিজ়

অনেকেই আলিয়ার নাম ধরে চেঁচাতে শুরু করলে অভিনেত্রী নিজেই চিৎকার করে ‘সাইলেন্স প্লিজ়’ বলে সকলকে চেঁচাতে বারণ করেন। মনে করিয়ে দেন সেটি হাসপাতাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৯ ০১:২৪
Share:

আলিয়া ভট্ট।

সম্প্রতি একটি হাসপাতালের অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া ভট্ট। স্বভাবতই তিনি সেখানে পৌঁছতে না পৌঁছতেই ছবি তোলার হিড়িক পড়ে যায় আলোকচিত্রীদের মধ্যে। তাঁদের মধ্যে অনেকেই আলিয়ার নাম ধরে চেঁচাতে শুরু করলে অভিনেত্রী নিজেই চিৎকার করে ‘সাইলেন্স প্লিজ়’ বলে সকলকে চেঁচাতে বারণ করেন। মনে করিয়ে দেন সেটি হাসপাতাল। সুতরাং চেঁচামেচি সেখানে একেবারেই অনুচিত।

Advertisement

তবে পাপারাৎজ়িকে ধমকালেও তাঁদের ছবি যাতে ভাল হয়, তার জন্য অনেকক্ষণ ধরেই পোজ় দিয়েছেন অভিনেত্রী। আলিয়ার এই দায়িত্বশীল রূপ দেখে অনেকেই তাঁর প্রশংসা করছেন। অন্য দিকে আবার তাঁর চেঁচিয়ে ‘সাইলেন্স’ বলা নিয়ে আর এক দল হাসাহাসিও করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement