Alia Bhatt

‘রণবীর কপূর নিজের ওয়ারড্রোব আপনাদের সঙ্গে ভাগ করে নেবেন’, বললেন আলিয়া

আলিয়া এবং রণবীর বছর তিনেক ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৭
Share:

আলিয়া-রণবীর।

প্রেমিকা আলিয়া ভট্টের সংস্থা ‘কোএক্সিস্ট’-এ নিজের জামাকাপড় দান করবেন রণবীর কপূর। রণবীরের এই উদ্যোগের কথা গত সোমবার ঘোষণা করেন আলিয়া। জানান, তাঁর জিনিস বিক্রি করে যে টাকা উঠবে, তা ক্যান্সারে আক্রান্ত শিশুদের খাওয়ানোয় খরচ করা হবে।

ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লেখেন, ‘টাডা! রণবীর নিজের ওয়ারড্রোব আপনাদের সঙ্গে শেয়ার করবে। সেখান থেকে যে টাকা পাওয়া যাবে, তা ক্যান্সারে আক্রান্ত শিশুদের সামগ্রিক পুষ্টির জন্য দান করা হবে।’ এর সঙ্গেই আলিয়া জানান, মঙ্গলবার থেকেই শুরু ‘সেল’।

কোএক্সিস্ট হল আলিয়া ভট্টের সংস্থা, যারা পশুপাখি এবং পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে।

আলিয়া এবং রণবীর বছর তিনেক ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু করোনার জন্য সেই পরিকল্পনা ভেস্তে যায়। তবে খুব শীঘ্রই শুভ কাজ সারবেন বলে জানিয়েছেন রণবীর। ২০২১-এই আবার অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ‘রিয়েল লাইফ’ জুটিকে পর্দাতেও প্রথম বার দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement