Entertainment News

বারাণসীতে ‘ব্রহ্মাস্ত্র’র শুটিংয়ে রণবীর-আলিয়া

বারাণসীতে নৌকোর ওপর শুটিং করতে দেখা গিয়েছে আলিয়া-রণবীরকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ১৩:২১
Share:

মুম্বইয়ের একটি অনুষ্ঠানে আলিয়া-রণবীর। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ব্রহ্মাস্ত্র’ ছবির সেটেই নাকি প্রেম হয়েছিল তাঁদের। তাঁরা অর্থাত্ রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। বহুদিন ধরে চর্চায় রয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। এ বার বারাণসীতে শুটিং করলেন এই জুটি।

Advertisement

বারাণসীতে নৌকোর ওপর শুটিং করতে দেখা গিয়েছে আলিয়া-রণবীরকে। আলিয়া সংবাদমাধ্যমে বলেন, ‘‘এই ছবিটা নিয়ে আমরা খুব উত্তেজিত। অনেক আশা করে রয়েছি। সময়ের থেকে অনেকটা এগিয়ে ভাবা হয়েছে এখানে। আমার তো মনে হয়, সিনেমাকেই একটা অন্য স্তরে পৌঁছে দেবে ব্রহ্মাস্ত্র।’’ অমিতাভ বচ্চন, মৌনী রায়, ডিম্পল কাপাডিয়া, নাগার্জুনের মতো তারকাদের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

বুলগেরিয়া, এডিনবরা, লন্ডন এবং মুম্বইতে শুটিং হয়েছে এই ছবির। ‘ব্রহ্মাস্ত্র’ বলিউডের একেবারেই নতুন জঁরের একটি ছবি বলে মত নির্মাতাদের। এই ছবিতে অ্যাডভেঞ্চারের সঙ্গে ফ্যান্টাসির মিশেল রয়েছে। ছবির নামের পিছনে রয়েছে, প্রাচীন ভারতের শক্তি-সম্পদ এবং রাজকীয় ইতিহাস। সব কিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে এই ছবি।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘বেশ করেছে সংসদের সামনে ছবি তুলেছে’, মিমি-নুসরতকে সমর্থন স্বস্তিকার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement