Alia Bhatt

Alia Bhatt Ranbir Kapoor: রণবীরের পাশে অন্তঃসত্ত্বা আলিয়ার জেল্লায় সরগরম ‘ব্রহ্মাস্ত্র’-প্রচার

আলিয়ার আসন্ন মাতৃত্বের মূর্তি প্রকাশ্যে। এই প্রথম অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রচারে রণবীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ১৮:১৩
Share:

প্রচার অনুষ্ঠানের ঝলকে ‘রণলিয়া’

কালো টি-শার্ট, কালো জিন্সে রণবীর কপূর। চোখে কালো চশমা। পাশে অন্তঃসত্ত্বা আলিয়ার জৌলুস চোখে পড়ার মতো। সন্তানের আগমন বার্তা ঘোষণার পর এই প্রথম তাঁর পূর্ণ অবয়ব ধরা দিল ক্যামেরায়।

Advertisement

অভিনেত্রীর গাঢ় বাদামি বুক-চেরা পোশাক শেষ হয়ে গিয়েছে উরুর কাছে এসে। জড়ানো পোশাকের নীচে সন্তান-সম্ভাবনার চিহ্ন স্পষ্ট। রণবীরকে আলিঙ্গন করে প্যাপারাৎজিদের সামনে মুক্তোর মতো হাসলেন ‘গঙ্গুবাঈ’। গর্ভের ভারে ঈষৎ স্খলিত পদক্ষেপ চোখে পড়ল তাঁর। রণবীরের চোখেমুখেও আসন্ন পিতৃত্বের গর্ব। সহ-অভিনেত্রী তথা স্ত্রীকে বাহুবন্ধনে নিয়ে প্রশান্তি দেখা গেল তাঁর চওড়া হাসিতেও।

‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির দিন এগিয়ে আসছে। গত তিন মাস ধরে বিভিন্ন এলাকায় প্রচার অনুষ্ঠানে যাচ্ছেন রণবীর কপূর। সঙ্গে পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তবে এ বার সহধর্মিণী আলিয়া ভট্টকেও রণবীরের সঙ্গে দেখা গেল।একসঙ্গে প্রথম ছবির প্রচারে এই প্রথম যুগলের উপস্থিতি।

Advertisement

মুম্বইয়ে এক প্রচার অনুষ্ঠানে ‘রণলিয়া’কে এ ভাবে দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement