Alia-Ranbir

‘কিছু একেবারেই মিথ্যে’… তাঁর ও রণবীরের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন আলিয়া

বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে আলিয়া-রণবীরের দাম্পত্য নিয়ে। এ বার নিন্দকদের জবাব দিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৭:৫৯
Share:

আলিয়া-রণবীর। ছবি: সংগৃহীত।

আলিয়া ভট্ট ও রণবীর কপূর গত বছর এপ্রিল মাসে সাতপাক ঘুরেছেন। যদিও তাঁর আগে প্রায় পাঁচ বছরের প্রেম। বিয়ের বছর ঘোরার আগেই গত নভেম্বরে তাঁদের কোল আলো করে এসেছে সন্তান। চলতি বছরের এপ্রিলে নিজেদের প্রথম বিবাহবার্ষিকীও পালন করেছেন বলিউডের এই জনপ্রিয় যুগল। আপাতদৃষ্টিতে যুগলের সংসারে, প্রেমে খামতি নেই। তবে আলিয়ার সাম্প্রতিক মন্তব্যে নেটাগরিকদের ধারণা, অভিনেত্রীর উপর বেশিই কর্তৃত্ব ফলান তাঁর স্বামী ও বলিউড অভিনেতা রণবীর। আলিয়ার করা নানা মন্তব্য, ও রণবীরের তাঁর স্ত্রীর প্রতি পাল্টা মন্তব্য দেখে নিন্দকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের। শুধু তাই প্রশ্ন উঠেছে তাঁদের দাম্পত্য জীবন নিয়ে। চূড়ান্ত ট্রোল করা হয়েছে রণবীরকে। এ বার যেন সেই সবের উত্তর দিলেন আলিয়া।

Advertisement

নিজের খোলামেলা স্বভাব ও কথাবার্তার জন্য বরাবরই নামডাক আলিয়ার। সম্প্রতি আলিয়া জানান, অভিনয় ছাড়া অন্য সময়ে বাইরে বেরোনোর আগে তিনি লিপস্টিক পরা অনেক কমিয়ে দিয়েছেন। কারণ, তাঁর স্বামী রণবীর নাকি লিপস্টিক পরা একেবারেই পছন্দ করেন না। শুধু তাই নয়, কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তাঁর গলার আওয়াজ একটু চড়লেই বিরক্ত হন রণবীর। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন মোটা বলেও ডাকেন আলিয়াকে। যদিও সবটা খুব মজার ছলে বলেছিলেন তাঁরা। কিন্তু তত ক্ষণে তাঁদের যা ট্রোলড হওয়ার হয়ে গিয়েছে। আলিয়ার কথায়, ‘‘আমি চারটে বোকা কথা বললেও, ১৪টা ভাল কথা বলি। কিন্তু ঘৃণা দ্রুত ছড়িয়ে যায়। সেই কারণে সেগুলি নিয়ে বেশি আলোচনা হয়। আমি কখনও বলতে পারি না, আমার সম্পর্কে এটা বোলো না। বা আমার সম্পর্কে এটা বলো। কিন্তু আমি কাউকে সে সব কথার উত্তরেও কিছু বলি না। আমি মনে করি, যত ক্ষণ আমি আমার কাজের মাধ্যমে আনন্দ দিতে পারছি, আমার কিছু বলার প্রয়োজন নেই।’’

কিন্তু রণবীর তাঁকে লিপস্টিক পরতে দেন না, এই মন্তব্যের পর সবাই মিলে যে ভাবে আলিয়া ও রণবীরের সম্পর্কে প্রশ্ন তুলেছেন, তা নিয়ে আলিয়া বলেন, ‘‘আসলে মাঝেমধ্যে মিথ্যে এত দ্রুত ছড়ায়! আমি যা বলেছি তাঁর ভুল অর্থ করা হয়। এ সব কারণে নিজেকে গুটিয়ে নিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement