Shakib khan-Shobnom Bubly

শাকিবকে ছেড়ে অন্য পুরুষের সংসার ভাঙছেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী! মুখ খুললেন নায়িকা বুবলি

পরকীয়া করছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি, চাঞ্চল্যকর পোস্টে উত্তাল ঢালিউড। অবশেষে মুখ খুললেন নায়িকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৩ ১৭:১৬
Share:

(বাঁ দিকে) শাকিব খান। (ডান দিকে) শবনম বুবলি। ছবি: সংগৃহীত।

এক সময় অভিনেতা শাকিব খানের সঙ্গে গোপনে সংসার পেতেছিলেন বুবলি। তার পর আমেরিকায় ছেলে শেহজ়াদা বীরের জন্ম। সন্তানের জন্মের খবর প্রায় এক বছর গোপন করে রাখেন অভিনেত্রী। তবে শাকিবের প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনের দিনই বীরের কথা প্রকাশ্যে আনেন তিনি। তখনও কিন্তু প্রথম স্ত্রী অপুর সঙ্গে শাকিবের বিচ্ছেদ হয়নি। এ ঘটনা প্রকাশ্যে আসার পর বিস্তর কাঁদা ছোড়াছুড়ি চলে অভিনেতার দুই স্ত্রীর মধ্যে। অবশ্য পরস্পরের নাম না নিয়ে আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিতেন তাঁরা। দিন কয়েক আগে বুবলিকে ঘৃণা করেন বলে সরাসরি মন্তব্য করেন শাকিবের প্রথম স্ত্রী অপু। এ বার ও পার বাংলার গায়ক কৌশিক হুসেন তাপসের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন বুবলি। এ প্রসঙ্গে এক বিস্ফোরক পোস্ট করেন তাপসের স্ত্রী ফারজ়ানা মুন্নি। যদিও পোস্টটি করার ১৫ মিনিটের মধ্যেই তা মুছে দিয়েছেন তিনি। তবে, এই ঘটনায় উত্তাল ঢালিউড। অবশেষে মুখ খুললেন শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলি।

Advertisement

শুক্রবার রাতে মুন্নি পোস্টটিতে লেখেন, ‘‘তাপস এবং বুবলির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। ঠিক যে ভাবে অপু বিশ্বাসের জীবন নষ্ট করেছেন বুবলি, আমার সংসারটাও সে ভাবে ধ্বংস করে দিচ্ছেন। শাকিব খানকে ভয় দেখিয়ে সন্তান নিয়েছেন। এ বার তাঁর লক্ষ্যে রয়েছে তাপস। আমার যদি কিছু হয়ে যায়, দায়ী হবেন তাপস এবং বুবলি।” এই পোস্ট দেখার পর চুপ করে থাকেননি বুবলি। বিষয়টিকে ‘নোংরা ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেছেন। বুবলি বলেছেন, ‘‘এ সব নোংরা ষড়যন্ত্র আর কত নেব, জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, তা বলতেও রুচিতে বাধছে।’’

তাপস ও মুন্নির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বুবলি লিখেছেন, ‘‘টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাঁদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তাঁরা দু’জন বাংলাদেশের অন্যতম চর্চিত দম্পতি। তাপস ভাইয়ার আগে মুন্নি আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহের একটি প্রোগ্রামে। আমাকে অনেক পরামর্শ দিয়েছেন তিনি। আমাকে স্নেহ করেন তাঁরা। আমার পরিবারের অংশ তাঁরা। আমাদের এত সুন্দর একটি সম্পর্ক নিয়ে যারা এসব নোংরামি করছে, তারা আসলে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে।’’ যদিও পরে তাপসের স্ত্রী মুন্নি জানান, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হয়েছিল। তবে আসল সত্যিটা কী, তা নিয়ে জলঘোলা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement