অক্ষয় কুমার।
সোমবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী’। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই দীপাবলিতে পরবর্তী নতুন ছবি ‘রামসেতু’র পোস্টার শেয়ার করলেন অভিনেতা।
ক্যাপশনে লিখলেন, ‘এই দীপাবলিতে, ভারতীয়দের চেতনায় তাঁদের আদর্শ এবং মহানায়ক ভগবান রামের স্মৃতি যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখে এমন এক সেতু গড়ে তুলি যা ভবিষ্যৎ প্রজন্মকে ভগবান রামের জুড়ে রাখবে। এই গুরু দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের প্রচেষ্টা- রামসেতু। আপনাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা’।
এই পোস্টারে অক্ষয়কে দেখা গিয়েছে লম্বা চুলে, ধূসর রঙের শার্ট এবং একটি কার্গো প্যান্টে। কাঁধ থেকে আড়াআড়ি ভাবে ঝুলছে একটি স্লিং ব্যাগ। গলায় কমলা রঙের একটি স্টোল জড়ানো। তাঁর পিছনে রামের বিশাল প্রতিকৃতি। তার ঠিক পাশেই লেখা— ‘বাস্তব না কল্পনা?’
আপাতত অভিনেতা ব্যস্ত অন্যান্য ছবির শ্যুটিং নিয়ে। লকডাউনের মধ্যেই ‘বেল বটম’ ছবির শ্যুটিং শেষ করেছেন অক্ষয়। এর পর পিরিয়ড ড্রামা ‘পৃথ্বীরাজ’-এর কাজ শুরু করবেন অভিনেতা। তা শেষ করে ফের ব্যস্ত হয়ে পড়বেন অ্যাকশন-কমেডি ‘বচ্চন পাণ্ডে’-র শ্যুটিং নিয়ে। ফলত ‘রামসেতু’-র মুক্তি নিয়ে এখনও ধোঁয়াশা।
আরও পড়ুন: ‘দুই প্রাপ্তবয়স্কের বিয়ে হয়েছিল, বিচ্ছেদ হয়েছে, এত মাথাব্যথা কেন?’
‘লক্ষ্মী’ নিয়ে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বাণিজ্যিক ভাবে ছবিটিকে সফল ঘোষণা করা হয়েছে। এই প্রথম কিন্নরের ভূমিকায় দেখা গিয়েছে অক্ষয়কে। লাল শাড়ি, হাতে চুড়ি, কপালে লাল টিপে সম্পূর্ণ অন্য রূপে তাক লাগিয়েছেন অভিনেতা। তবে কি ‘রামসেতু’ও নিয়ে আসবে এ রকমই কোনও চমক? উত্তর দেবে সময়।
আরও পড়ুন: অন্য পুরুষের সঙ্গে দেখতে পছন্দ করতেন না, অমৃতাকে জোর করে চুমুও খান অমিতাভ!