Ajay Devgn

সমাজমাধ্যমের ছবি দেখে সলমনের সঙ্গে তুলনা অজয়কে! কী ছবি পোস্ট করলেন ‘সিংহম’?

ময়দান’, ‘শয়তান’, ‘সিংহম আগেন’— বেশ কয়েকটি সিনেমায় পর পর দেখা যাবে অজয়কে। ফলে এখন বেশ ব্যস্ত তিনি। তবে এর মধ্যেই নিজের ছবি পোস্ট করে চমক দিলেন অজয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩২
Share:

অজয় দেবগন। ছবি: সংগৃহীত।

‘ওয়ানস্‌ আপন আ টাইম ইন কলকাতা’ থেকে ‘গোলমাল’— পর্দার চরিত্রের সঙ্গে নিজেকে কী ভাবে বদলাতে হয়, তা জানেন অজয় দেবগণ। এই মুহূর্তে হাতে প্রচুর কাজ রয়েছে অজয়ের। ‘ময়দান’, ‘শয়তান’, ‘সিংহম আগেন’— বেশ কয়েকটি সিনেমায় পর পর দেখা যাবে অজয়কে। ফলে এখন বেশ ব্যস্ত তিনি। তবে এর মধ্যেই নিজের ছবি পোস্ট করে চমক দিলেন অজয়।

Advertisement

শনিবার সমাজমাধ্যমে খালি গায়ে একটি ছবি পোস্ট করেছেন অজয়। অভিনেতার ‘শার্টলেস’ ছবি দেখেই শুরু হয়েছে চর্চা। উন্মুক্ত শরীরে ট্যাটু আঁকা। চোখে রোদচশমা। হাঁটুর কাছে শেষ হয়ে যাওয়া চেক ছাপের ট্রাউজার্স। মুখভঙ্গিতে উদাসীনতা। বোঝা যাচ্ছে, ব্যস্ততার ফাঁকেও নিজের মতো সময় কাটাচ্ছেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement