Kajol

Kajol Birthday: কাজলের ৪৮তম জন্মদিন, শুভেচ্ছায় ভরালেন অজয় থেকে মাধুরী

৫ অগস্ট কাজলের জন্মদিন। বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসলেন নায়িকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৯:৫৫
Share:

কাজলের জন্মদিনে অজয়-মাধুরীর শুভেচ্ছা।

কাজল, অজয় দেবগণ বলিউডের প্রথম সারির জুটিদের মধ্যে অন্যতম। সেই নব্বইয়ের দশক থেকে কাজল-অজয় জুটিতে মজে দর্শক। ৫ অগস্ট কাজলের জন্মদিন। আর এই বিশেষ দিনে সেই প্রেমেরই আবারও ঝলক মিলল।

Advertisement

স্ত্রীর জন্মদিন, আর বিশেষ বার্তা আসবে না অজয়ের তরফ থেকে, তা কী কখনও হয়! এমনিতেই কাজলের সঙ্গে অজয়ের মজার কথোপকথন দর্শকের ভীষণ প্রিয়। সেই রসিক অজয়েরও দেখা মিলল। লাল পোশাকে কাজলের ছবি ভাগ করে অজয় লেখেন, ‘যখন কাজল ফোন করে, আর আমি একবারও তুলতে মিস করি না। শুভ জন্মদিন প্রিয়তমা।’

বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। কাজলের ৪৮তম জন্মদিনে বিশেষ শুভেচ্ছা এল মাধুরী দীক্ষিতের তরফ থেকে। কাজলের ছবি ভাগ করে নিয়ে নায়িকা লেখেন, ‘শুভ জন্মদিন। এই ভাবেই অভিনয় করে যাও, আর আমাদের আনন্দ দিয়ে যাও।’ শুধু অজয়, মাধুরী নয় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুষ্কা থেকে দীপিকা সবাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement