Ajay Devgn

বলিউডে ডেবিউ করল কাজল-অজয়ের নয় বছরের ছেলে যুগ

করোনা যেন কোথাও গিয়ে পাল্টে দিল সমস্ত হিসেব-নিকেশ। বিশ্বকে বার্তা দিতে বলিউডি অভিষেক ঘটল যুগ দেবগণের। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৫:১৬
Share:

ছেলে যুগের সঙ্গে কাজল।

বয়স মাত্র ন বছর। আর এতটুকু বয়সেই বলিউডে হাতেখড়ি হল কাজল এবং অজয় দেবগনের একমাত্র ছেলে যুগের।

Advertisement

করোনা সংক্রমণ রুখতে নাজেহাল বিশ্ব। ঘরবন্দি হয়ে মন ভাল নেই কারও। কিন্তু বাড়ি যে থাকতেই হবে। আর এই বাড়ি থাকার বার্তা নিয়েই একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ করেছেন অজয়। গানের নাম, ‘ঠহের যা’। আর এই গানেই সহ পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে যুগকে।

গানটি গেয়েছেন মেহুল ব্যাস। কথা লিখেছেন অনিল বর্মা। প্রযোজকের ভূমিকায় রয়েছেন অজয় নিজেই। এমনিতে চিরকালই ছেলে যুগ এবং মেয়ে নাইসাকে পাপারাৎজির থেকে দূরে রাখার চেষ্টাই করেছেন অজয়-কাজল।কিন্তু করোনা যেন কোথাও গিয়ে পাল্টে দিল সমস্ত হিসেব-নিকেশ। বিশ্বকে বার্তা দিতে বলিউডি অভিষেক ঘটল যুগ দেবগণের।

Advertisement

আরও পড়ুন- কোভিড-জয়ী মনামিকে প্রকাশ্যে এনে লাইভে মিমির নতুন বার্তা

দেখুন অজয়ের সেই মিউজিক ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement