Swastika Mukherjee

কয়েক দিন পরেই ৪০! বয়স সংখ্যা মাত্র, বললেন স্বস্তিকা

ছবি এবং লেখা বলছে, ১৩ ডিসেম্বর জন্মদিনের আগেই উদযাপনের মুডে অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৪:৪৩
Share:

—ফাইল চিত্র।

তিনি ৩০ না ৪০? কারোর মাথাব্যথা নেই। কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই খোলা খাতা! সে প্রেম নিয়েই হোক বা বয়স। তাই জন্মদিনের এক সপ্তাহ আগে কোনও লুকোছাপা না করেই জানালেন, ‘ত্রিশের কোঠায় আর মাত্র কয়েকটা দিন। তার পরেই ৪০!’

Advertisement

আফসোস হচ্ছে অভিনেত্রীর? নাকি মনে আনন্দ?

ছবি এবং লেখা বলছে, ১৩ ডিসেম্বর জন্মদিনের আগেই উদযাপনের মুডে অভিনেত্রী। বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র। সে কথায় মান্যতা দিয়েছে স্বস্তিকার ক্যাপশন, ‘এক সপ্তাহের এ দিক ও দিকে কিচ্ছু বদলাব না।’

Advertisement

আরও পড়ুন: ‘তুমি এমনিই থেকো’, বছর শেষে দেব-রুক্মিণীর প্রেম প্রকাশ্যে?​

তার পরেই প্রশ্ন ছুঁড়েছেন নেটাগরিকদের, ‘আপনারা কী বলেন?’

চালশে ছোঁয়ার আগেই চোখে লাল ফ্রেমের চশমা। ক্লোজ শট বলছে ত্বক এখনও টানটান, নিভাঁজ। মুখ জুড়ে ত্রিশের তারুণ্যের আভা। স্বস্তিকার মনেও যৌবনের ঢল। সে কথা আরও একবার জানাতে শুক্রবারই তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সুইডিশ লেখক ফ্রেডরিক ব্যাকম্যানের উপন্যাস ‘আ ম্যান কলড ওভ’-এর থেকে একটি পরিচ্ছেদ।

আরও পড়ুন: কনের সাজে তৃণা, নিজেই ছুটলেন বর দেখতে!​

এই পোস্টে তিনি অনর্গল, ‘নতুন বাড়িতে পা। টাটকা গন্ধ, নতুন আনাচকানাচ, জানলার বাইরের নতুন দৃশ্য— এতটাই ভাল লাগে যে সারাক্ষণ একটা ভয় হয়। যদি দরজায় এসে কেউ টোকা মেরে বলে, একটা ভুল হয়ে গিয়েছে। এই বাড়িটা আপনার নয়। দয়া করে আপনি বেরিয়ে পড়ুন। প্রেমে পড়লে ঠিক এরকমই হয় মনের ভেতরে।’

এ ভাবেই আজীবন ‘নায়িকা’ শব্দের ‘মিথ’ ভেঙে নতুন উপাখ্যান লিখে যাবেন স্বস্তিকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement