Rakhi Sawant

বর্তমান স্বামীর সঙ্গে অশান্তিতে জেরবার রাখি, পাশে দাঁড়ালেন প্রাক্তন

রাখি সবন্তের সাংসারিক জীবনের একের পর এক ঝড়। বিচ্ছেদের পর গ্রেফতার হয়েছেন আদিল দুরানি। এই সময় তাঁর পাশে দাঁড়ালেন রাখির প্রাক্তন স্বামী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪১
Share:

রাখির পাশে আছেন, জানালেন প্রাক্তন স্বামী রিতেশ সিংহ। — ফাইল চিত্র।

রাখি সবন্তের জীবনে একের পর এক ঝড়। গত মাসেই মাকে হারিয়েছেন। তার পর থেকে তাঁর ও স্বামী আদিলের সংসারে অশান্তি লেগেই রয়েছে। পরকীয়ার অভিযোগ তোলার পরে আদিলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন রাখি। আদিলের বিরুদ্ধে তাঁর তোলা পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগের ভিত্তিতে ওশিয়ারা থানার পুলিশের হাতে গ্রেফতার হন আদিল। বুধবার তাঁকে অন্ধেরি আদালতে পেশ করা হয়। মঙ্গলবার আদিলের গ্রেফতারির খবর পাওয়ার পর এতটাই ভেঙে পড়েছিলেন রাখি যে, থানার সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এই ঝড় ঝাপটার মধ্যে রাখির পাশে দাঁড়ালেন তাঁর প্রাক্তন স্বামী রিতেশ সিংহ। ‘‘যাই হয়ে যাক, আমি তোমার সঙ্গে আছি’’, আশ্বাস রিতেশের।

Advertisement

আদিলের বিরুদ্ধে রাখির করা অভিযোগ সম্পর্কে অবগত তিনি, জানান রাখির প্রাক্তন স্বামী। রিতেশ বলেন, ‘‘আদালত এর বিচার করবে, কিন্তু রাখির চোখের দিকে তাকালেই সত্যিটা বোঝা যায়। রাখি আমাকে মাস তিনেক আগে ফোন করে সবটা জানিয়েছিল, ও মিথ্যা বলছে না’’, সংবাদমাধ্যমকে জানান রাখির প্রাক্তন স্বামী। মন ভাঙার যন্ত্রণা কী, তা তিনি জানেন। তাই যাই হয়ে যাক, তিনি সব সময় রাখির পাশে থাকবেন, দাবি রিতেশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement