কুম্ভে স্নান সারলেন তমন্না। ছবি: সংগৃহীত।
নতুন সফর শুরু করতে পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে। শিবরাত্রিতে সমাপ্ত হচ্ছে এই মহাসমারোহের। তার আগেই পু্ণ্যের সন্ধানে প্রয়াগরাজে ভিড় করছেন সকলে। অন্য উদ্দেশ্য নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন তমন্না ভাটিয়া। তাঁর আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর ঝলক প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। মহাকুম্ভে গিয়ে ত্রিবেণি সঙ্গমে স্নান করে ফিরলেন তমন্না। পুণ্যের খোঁজে ত্রিবেণি সঙ্গমে ডুব দিলেন অভিনেত্রীও।
সালোয়ার ও কুর্তা পরেই কুম্ভে পৌঁছন তমন্না। সঙ্গে যান তাঁর পরিবারও। ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার ব্যাপারে পরিবারকে সহযোগিতা করতেও দেখা যায় তাঁকে। কুম্ভেই সংবাদমাধ্যমকে তমন্না বলেছেন, “জীবনে এমন সুযোগ এক বারই আসে। তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। বহু মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেই জন্যই সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভাল লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।”
‘ওডেলা ২’ ছবির ঝলকেও তমন্নাকে সন্ন্যাসিনীর বেশে দেখা গিয়েছে। গেরুয়া ও খয়েরি রঙের পোশাকের সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে তিলক। ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন তমন্না। মহাকুম্ভে এসে ছবির ঝলক প্রকাশ্যে আনায় নিজেকে ‘সৌভাগ্যবতী’ বলেও মন্তব্য করেন তিনি।
‘ওডেলা রেলওয়ে স্টেশন’ মূলত একটি ক্রাইম থ্রিলার ছিল। তার সিক্যুয়েল ‘ওডেলা ২’-ও একই ধারার ছবি বলে জানা যাচ্ছে। ঝলকে তমন্নাকে দেখে ইতিমধ্যেই মুগ্ধ তাঁর অনুরাগীরা।