Celebrity Gossip

‘বিয়েতে বিশ্বাস নেই, শুধু শয্যাসঙ্গীর প্রয়োজনে...!’ মন্তব্য করেই তব্বুর দাবি, ‘বলিনি’

তব্বু এবং তাঁর সহকারীদের দাবি, তিনি এই ধরনের কোনও মন্তব্যই করেননি। অকারণে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৪:১২
Share:

মন্তব্য বিকৃত, দাবি তব্বুর। ছবি: সংগৃহীত।

নিজের বক্তব্য যে এ ভাবে ব্যুমেরাং হয়ে ফিরবে, বোধ হয় বুঝতেই পারেননি তব্বু। সমাজমাধ্যমে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়তেই টনক নড়েছে তাঁর। বিরক্ত অভিনেত্রীর দাবি, তিনি যা বলেছিলেন সংবাদমাধ্যম সেটা বিকৃত করে পরিবেশন করেছে। যার জেরে ভুগতে হচ্ছে তাঁকে। তব্বুর এই বক্তব্য তাঁর সহকারীরা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। এই ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমগুলিকে তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

Advertisement

তব্বু সম্প্রতি অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবিতে যোগ দিয়েছেন। এই ছবিতে টলিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তাঁর এক পুরনো সাক্ষাৎকার। ২০২৪-এ তিনি ‘ক্রিউ’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবির প্রচারের সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তব্বু বিয়েতে বিশ্বাসী? সংবাদমাধ্যমের দাবি, সেই সময় অভিনেত্রী নাকি বলেছিলেন, “বিয়েতে বিশ্বাসী নই। পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই...!” তব্বুর এই বক্তব্য হঠাৎই আবার ভাইরাল। যার জেরে নাস্তানাবুদ তিনি। সমাজমাধ্যমে তাঁকে কটাক্ষের শিকার হতে হচ্ছে।

নিজেকে নেটাগরিকদের কটূক্তি থেকে দূরে রাখতেই এর পর অভিনেত্রীর তরফ থেকে প্রচার করা হয়, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি এ রকম কোনও কথা বলেননি। তাঁর ভাবমূর্তিতে কালি ছেটাতে উঠেপড়ে লেগেছে কিছু ওয়েবসাইট। যেখানে রমরমিয়ে এই ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement