tollywood

টলিউডে ফের সুখবর, মা হতে চলেছেন শুভশ্রী

সোমবার টুইটারে এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২০ ১১:৪৬
Share:

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়—ছবি:সোশ্যাল মিডিয়া

মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোমবার টুইটারে এই সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

Advertisement

গত ৫ মে সদ্য মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর মতোই বিবাহবার্ষিকীর দিন মাতৃত্বের সুসংবাদ জানালেন শুভশ্রীও। সোমবার, ১১ মে রাজ-শুভশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকী।

টুইট-বার্তায় শুভশ্রী লিখেছেন, ‘‘ দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে খুব আনন্দের সঙ্গে সুখবর জানাচ্ছি। আমাদের জীবনে আরও একজোড়া হাত আসছে, ধরার জন্য। আসছে আরও একটা হৃদয়, ভালবাসার জন্য। আমরা অন্তঃসত্ত্বা।’’ সঙ্গে ছবিতে রাজ-শুভশ্রীর পরনের টিশার্টেও সন্তান আগমনের বার্তা স্পষ্ট।

Advertisement

আরও পড়ুন: মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বর্ধমানের মেয়ে শুভশ্রী প্রথম নজরে আসেন ২০০৬ সালে, ‘আনন্দলোক নায়িকার খোঁজে’ রিয়েলিটি শো-এ বিজয়ী হয়ে। এর পর মডেলিংয়ে কেরিয়ার শুরু তাঁর। ২০০৮-এ আত্মপ্রকাশ বড় পর্দায়। প্রথম ছবি ওড়িয়া ভাষায়, ‘মাতে তা লভ হেলারে’।

তাঁর কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি হল ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘রোমিয়ো’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘ধূমকেতু’, ‘বস’, ‘নবাব’ এবং ‘চালবাজ’।

আরও পড়ুন: আমিই একতরফা ঝগড়া করি, রানে চুপ করে থাকে: কোয়েল

২০১৬ সালে ‘অভিমান’ ছবির শুটিংয়ের সময় রাজ-শুভশ্রী ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ২০১৮ সালে বাওয়ালি রাজবাড়িতে তাঁরা বিয়ে করেন। বিয়ের পরে সংসার এবং কেরিয়ার দুটোই দক্ষ হাতে সামলাচ্ছেন শুভশ্রী। ২০১৯-এ ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে ‘পরিণীতা’ ছবিতে তাঁর অভিনয় কেড়ে নেয় দর্শকদের নজর। এ বছর তাঁর ছবি ‘ধর্মযুদ্ধ’ মু্ক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement