স্ফীতোদরের ছবি প্রকাশ করলেন শ্রীময়ী চট্টরাজ। ছবি: সংগৃহীত।
সন্তানধারণের খবর আড়ালে রেখেছিলেন। দীপাবলির আবহে শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের ঘরে আসে লক্ষ্মী। তার পর থেকে ধাপে ধাপে অন্তঃসত্ত্বা কালের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন কাঞ্চন-ঘরনি। মাতৃত্বকালীন ফোটোশুটও সেরেছিলেন তিনি। তবে তা প্রকাশ্যে আনেনি, সবই তুলে রাখা ছিল। পরিকল্পনা ছিল, সন্তান কোলে আসার পরেই প্রকাশ্যে আনবেন সেই সব অভিজ্ঞতা। অবশেষে মাতৃত্বকালীন ফোটোশুটের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
পরনে সাদা ফিনফিনে স্যাটিন বস্ত্র। স্পষ্ট স্ফীতোদর। মাথায় বাঁধা বেণী। মুখে মাতৃত্বের জ্যোতি। এ ভাবেই ধরা দিলেন শ্রীময়ী ফোটোশুটে। গোপন রাখা ছবি ভাগ করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “জীবনের বহু বিষয়ের জন্য আমি গর্বিত। কিন্তু মা হওয়ার মতো গর্বের আর কিছু হতে পারে না।”
এর আগেও স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছেন শ্রীময়ী। তবে সেই ছবি ছিল ঘরোয়া, খানিক আলুথালু। অন্তঃসত্ত্বা অবস্থার রোজনামচা প্রকাশ পেয়েছিল সেই ছবিতে। কিন্তু মঙ্গলবার প্রকাশ্যে আনা ছবি শ্রীময়ী তুলেছেন পরিপাটি হয়ে।
অন্তঃসত্ত্বা অবস্থার যন্ত্রণার কথাও বলেছেন শ্রীময়ী। তিনি লেখেন, “এ এক দীর্ঘ সফর। টানা ৯ মাসের সফর। বহু আবেগের মুহূর্ত রয়েছে। শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ।”
শ্রীময়ী ও কাঞ্চন মেয়ের নাম রেখেছেন কৃষভি। সন্তান জন্ম দেওয়ার পরে শ্রীময়ী হাসপাতাল থেকে বলেছিলেন, ‘‘মেয়ে ভাল আছে। আমিও ভাল আছি। তবে ধকল গিয়েছে একটু। তাই ক্লান্তি রয়েছে।’’ এ-ও জানিয়েছেন, খুশিতে আত্মহারা কাঞ্চন। কালীপুজোর পরেই বাড়িতে কন্যাসন্তান! বিধায়ক-অভিনেতার মতে, দেবীই কন্যা রূপে এসেছেন তাঁর ঘরে। তবে কার মতো দেখতে হয়েছে, এখনই বুঝতে পারছেন না নতুন মা-বাবা।