Sayantika Banerjee

Sayantika Banerjee: সায়ন্তিকার গাড়িতে ট্রাকের ধাক্কা বর্ধমানে, বাঁকুড়া থেকে ফেরার পথে আহত অভিনেত্রী

বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে ফিরছিলেন। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িতে ধাক্কা দেয় লরি। এতেই চোট পান অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ০৯:২৬
Share:

দুর্ঘটনাগ্রস্ত সায়ন্তিকার গাড়ি। নিজস্ব চিত্র।

পথদুর্ঘটনার কবলে রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে ফিরছিলেন তিনি। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িতে ধাক্কা দেয় লরি। এতেই চোট পান নেত্রী-অভিনেত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়িটিও।

Advertisement

হাতে চোট পেয়েছেন তৃণমূল নেত্রী। গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সায়ন্তিকার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি। দুর্ঘটনার কারণে কলকাতায় না ফিরে ফের বাঁকুড়া যাচ্ছেন সায়ন্তিকা। হাতে চোট পেয়েছেন অভিনেত্রী। ঘাতক ট্রাকটিকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement